বিক্রম ব্যানার্জী, কলকাতা: “আগে তো রাজ্যের সাথে খারাপ হয়েছেই, এবার আরও খারাপ হবে।” ঠিক এই কথাগুলোই বলেছেন পশ্চিমবঙ্গের সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ।
আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 27 জুন অর্থাৎ আর কয়েক দিনের মধ্যেই রাজ্যের অন্তত 10 লক্ষ সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতার 25 শতাংশ মিটিয়ে দিতে হবে মমতা সরকারকে।
মূলত সেই আশাতেই অপেক্ষার প্রহর গুনছেন এ রাজ্যের কর্মচারীরা। তবে 27 জুনের মধ্যে আদৌ বকেয়া DA মেটাবে তো রাজ্য? বলা চলে, এমন সংশয়কে সামনে রেখেই এবার সরাসরি খোলা আকাশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন যৌথ সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর।
ভাস্করের বড় হুঁশিয়ারি
মূলত সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলাটা দেশের মানুষের কর্তব্য। রাজ্য সরকারও এই নিয়মের ব্যতিক্রম নয়। কাজেই নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কর্মীদের জন্য উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে আর কোনও উপায় থাকবে না, তখন যা করার কর্মচারীরাই করবেন।
এদিন মূলত স্পষ্ট বাংলা ভাষায় ভাস্কর জানিয়ে দেন, DA মেটানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই খবর। আসলে এই কাজ ততটাও সময় সাপেক্ষ নয়! তবে এরপরও যদি নির্দেশ মেনে সরকারি কর্মীদের জন্য পদক্ষেপ করা না হয়, তবে আগামী পদক্ষেপ খুবই খারাপ হবে।
এদিন মূলত সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ওই নেতা বোঝাতে চেয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যদি 27 জুন অর্থাৎ শুক্রবার, রথযাত্রার শুভদিনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া না হয় বা তাদের জন্য উপযুক্ত পদক্ষেপ না আসে, সে ক্ষেত্রে তা সরকারের জন্য বেশ চিন্তার হতে চলেছে!
অবশ্যই পড়ুন: ৪০ তম খেতাব জয়ের আশা, এবারের কলকাতা লিগে যেই দল নিয়ে নামবে ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, রাজ্যের 10 লক্ষ সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের আটকে থাকা মহার্ঘ ভাতার অন্তত 25 শতাংশ অর্থাৎ 10 হাজার কোটি টাকা নিয়ে আগামী 27 জুনের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে।
এদিকে, মমতা সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, বর্তমানে রাজ্য কোষাগারের যা অবস্থা তাতে এক লপ্তে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25 শতাংশ অর্থাৎ 10 হাজার কোটি টাকা মেটাতে হলে কোমর ভেঙে যাবে রাজ্য সরকারের। এদিকে আবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এক মাসে তৃতীয়বারের মতো ফের সাড়ে তিন হাজার কোটি টাকার জন্য RBI-র কাছে ধার চেয়েছে রাজ্য। সব মিলিয়ে, এখন দেখার শুক্রবারের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের জন্য কোন পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গ সরকার।