ফের বিতর্কে Air India, মাঝ আকাশে গুরুতর অসুস্থ বহু যাত্রী, ক্রু! জরুরি অবতরণ বিমানের

সহেলি মিত্র, কলকাতাঃ ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া (Air India)। মাঝ আকাশে এবার বিমান যাত্রীদের সঙ্গে যা ঘটল সেটি সম্পর্কে জানলে আপনিও হয়তো আঁতকে উঠবেন। এক কথায় বিপদ যেন এয়ার ইন্ডিয়ার পিছুই ছাড়তে চাইছে না। আহমেদাবাদে বিমান বিপর্যয়ের পর ইতিমধ্যে বহু বিমান বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়ার। এসবের মাঝেই জানা যাচ্ছে, লন্ডন থেকে মুম্বাইগামী বিমানের বেশ কিছু যাত্রী এবং ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েন।

Air India-র বিমানে অসুস্থ বহু যাত্রী

টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে সোমবার লন্ডন থেকে মুম্বাইগামী তাদের বিমানে পাঁচ যাত্রী এবং দুই ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে সাত যাত্রী এবং দুই ক্রু সদস্য অসুস্থ বোধ করায় তাদের আরও পরীক্ষার জন্য মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়েছিল। বিমান সংস্থা জানিয়েছে যে তাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

বিবৃতি জারি এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, লন্ডন হিথ্রো থেকে মুম্বাইগামী ফ্লাইট নম্বর AI 130-এ (২৩ জুন) পাঁচজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ফ্লাইটে মাথা ঘোরা এবং বমি বমি ভাবের অভিযোগ করেছিলেন। বিমান সংস্থা জানিয়েছে যে বিমানটি নিরাপদে মুম্বাইতে অবতরণ করা হয়। এরপর দ্রুত এয়ার ইন্ডিয়ার মেডিকেল টিম তাৎক্ষণিক চিকিৎসা শুরু করে সকলের। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে যে তারা বিমান সুরক্ষা নিয়ন্ত্রক, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে ঘটনাটি জানিয়েছে।

আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু, কপাল খুলবে ১ কোটি কর্মী ও পেনশনভোগীদের

একই সাথে, আপনাকে জানিয়ে রাখি যে ২৩শে জুন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জয়পুর থেকে দুবাইগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। উড্ডয়নের ঠিক আগে এই বিমানে সমস্যা দেখা দেয় বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে, বিমান সংস্থাটি ফ্লাইটটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX-195 বাতিল করা হয়। এই ফ্লাইটটি ভোর ৫:৩০ মিনিটে জয়পুর থেকে দুবাই যায়।

Leave a Comment