উচ্চস্বরে মাইক বাজানোর জন্য চাপ, দাবি না মানায় সোনারপুরে যুবককে কুপিয়ে খুন প্রতিবেশীর

Sonarpur Murder

সৌভিক মুখার্জী, কলকাতা: কালীপুজোর রাতে উচ্চস্বরে মাইক বাজানোর দাবি অস্বীকার করাতে এক যুবককে পিটিয়ে খুন করা হল। ঘটনাটি সোনারপুরের (Sonarpur Murder)। অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই মৃত ব্যক্তির নাম সনাতন লস্কর। তিনি সোনারপুরের কুস্তিয়া এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ ঘটনার সাথে জড়িত দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে ফেলেছে।

ঘটনাটি কী?

স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী খবর, সনাতন নস্করের বাড়িতে কালীপুজো হচ্ছিল। আর সে কারণে তিনি বক্স বাজাচ্ছিল। তবে জানা যায়, তাঁর বাড়ির পাশেই এক হার্টের অসুখের রোগী থাকতেন। ফলত উচ্চস্বরে বক্স বাজানোর কারণে ওই ব্যক্তি অসুস্থতা বোধ করছিলেন। আর সে কারণেই তাদের অনুরোধে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি চলে গিয়েছিল সনাতন। আর ঠিক সে সময় স্থানীয় বাসিন্দা পিন্টু সাহা এবং তার স্ত্রী সনাতনদের বাড়িতে যান। এরপর তারা পূজা মন্ডপে বক্স বাজানোর জন্য চাপ দেন। তবে সনাতন তাতে রাজি হয়নি।

এরপরেই বাঁধে ঘোর বিপত্তি। বক্স বাজাতে রাজি না হওয়ায় সনাতনের পরিবারের সঙ্গে পিন্টু এবং তার স্ত্রীর ঝামেলা বাঁধে। স্থানীয়রা অভিযোগ করছে, সনাতনের মা এবং তাঁর ভাইকে প্রথমে মারধর করে ওই দম্পতি। তবে সেই ঘটনার প্রতিবাদ জানানোর চেষ্টা করা হলে সনাতনকে ছুড়ি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে ওই পিন্টু। তারপর গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুনঃ চিন্তা বাড়ল বেজিংয়ের! মঙ্গোলিয়ার সীমান্তরক্ষীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার পথে ভারত

গ্রেফতার দুই অভিযুক্ত

সূত্রের খবর, এই ঘটনার পর পিন্টু এবং তার স্ত্রী ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করছিল। তবে স্থানীয় বাসিন্দারা তাদেরকে ধরে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। এমনকি এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও দুই আত্মীয় জড়িত রয়েছে বলে দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি রাতের বেলায় গিয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। দু’জনকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই খুনের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া ওই স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে।

Leave a Comment