রোহিতদের লড়াইয়ের ফসল ২৬৪ রান, অস্ট্রেলিয়াকে জিততে হলে ছুঁতে হবে ২৬৫-র গণ্ডি

India Vs Australia second ODI match update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের তুলনায় দ্বিতীয় ওয়ানডেতে (India Vs Australia) প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা বড় লক্ষ্য বাঁধল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার, অজিদের বিপক্ষে শুরুটা খুব একটা আহামরি হয়নি ভারতের। প্রথমে রোহিত শর্মার ব্যাটে আগুন ঝরলেও একে একে উইকেট হারিয়েছেন, শুভমন গিল, বিরাট কোহলিরা। তবে সেসবের মাঝেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ করে 9 উইকেটে 264 রানের ইনিংস খেলেছে ভারতীয় দল। জিততে হলে অজিদের লক্ষ্য এখন 265 রান ছোঁয়া।

অস্ট্রেলিয়ার সামনে বারবার বিপাকে পড়েছে ভারত!

গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ক্রমাগত উইকেট হারালেও দ্বিতীয় ওয়ানডেতে ছবিটা কিছুটা বদলে ছিল। এদিন, প্রথমে ব্যাট করতে এসে প্রতিপক্ষের জটিল বোলিং আক্রমণের জবাব দিয়ে রোহিত শর্মা বুঝিয়েছিলেন, তাঁর ব্যাট আজও কথা বলে। আজ ভারতের হয়ে 97 বলে দুটি ছয় এবং সাতটি চার সহযোগে 73 রানের অনবদ্য ইনিংস খেলেন রোহিত শর্মা। তবে সতীর্থ দাপিয়ে খেললেও পার্থের মতোই ফের শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন বিরাট। তাতে যথেষ্ট ক্ষুব্ধ ভক্তরা।

তাছাড়াও গতদিনের মতোই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শুভমন। টেস্টে যেখানে সেনাপতির ভূমিকায় তাঁকে বারবার লড়তে দেখা গিয়েছে, ওয়ানডেতে এসে সেই গিলই নাকি হামাগুড়ি দিচ্ছেন! বলা বাহুল্য, বৃহস্পতিবার রোহিতদের বিদায় বেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা কিছুটা ধরেছিলেন শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল। তাতে বেশ খানিকটা বেগ পেয়েছিল টিম ইন্ডিয়া। এদিন দুই ভারতীয় ব্যাটসম্যানের থেকে যথাক্রমে 61 এবং 44 রানের যোগদান পেয়েছিল দল। এরপর থেকে কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডি, কাউকেই মাঠে টিকতে দেয়নি অস্ট্রেলিয়া। তবে উল্লেখযোগ্য বিষয়, অজিদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়িয়ে 3 বাউন্ডারিতে 24 রানের অপরাজিত ইনিংস খেলেছেন বোলার হর্ষিত রানা।

অবশ্যই পড়ুন: পারেননি সচিন, কোহলি কেউই! দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড রোহিতের

প্রসঙ্গত, গত রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে এসেছিল 26 ওভারে। যার জেরে ভারতের তরফে পাওয়া 131 রানের লক্ষ্য 21.1 ওভারেই 7 উইকেট হাতে রেখে পূরণ করে ফেলে অস্ট্রেলিয়া। তবে আজ লক্ষ্যটা কিছুটা ভারী, সেই সাথে সাথে খেলা হবে নির্ধারিত 50 ওভারে। এখন দেখার, ভারতের ছুঁড়ে দেওয়া লক্ষ্য অজিরা ঝড়ের গতিতে ছুঁয়ে ফেলেন নাকি ভারতীয় বোলিং আক্রমণের সামনে ফিকে হয়ে আসে তাঁদের প্রচেষ্টা।

Leave a Comment