বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিভিন্ন মামলার আইনি লড়াইয়ে বিগত 5 বছরে আদালতে শুধুমাত্র উকিল ফি বাবদ রাজ্য সরকারের খরচ হয়েছে 65.47 কোটি টাকা (WB Government Lawyers Fees)। মূলত তথ্যের অধিকার আইনে এ সংক্রান্ত প্রশ্ন করে তথ্য পেয়েছেন RTI কর্মী অমিতাভ চৌধুরী। প্রাপ্য সেই তথ্য অনুযায়ী, 2019-20 আর্থিক বছর থেকে 2023-24 আর্থিক বছর পর্যন্ত রাজ্য সরকার শুধুমাত্র উকিলদের পেছনে 65 কোটি টাকারও বেশি খরচ করেছে। এ নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে অনেকেরই।
উকিল ফি বাবদ 65 কোটি টাকা খরচের কথা স্বীকার করেছে রাজ্য?
2011 সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসার পর থেকে নানান মামলায় জেরবার তৃণমূল সরকার। বিগত পাঁচ বছরে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে আইনি লড়াই, আরজি কর থেকে ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরোধিতা করে আদালতের দারস্ত হয়েছে বিরোধীপক্ষ। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সেই আইনি সমরে রাজ্য সরকারের খরচ হয়েছে গাদা গুচ্ছের টাকা। এতদিন সেই হিসাবটা অস্পষ্ট থাকলেও, তথ্যের অধিকার আইনে পাওয়া উত্তর থেকে এবার ছবিটা একেবারে স্পষ্ট।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মামলা মিলিয়ে বিগত 5 বছর ধরে রাজ্য সরকার শুধুমাত্র উকিলদেরই 65 কোটি টাকারও বেশি দিয়েছে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত অমিতাভ চৌধুরীর হাতে আসা তথ্য। যদিও এই তথ্য পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার। তাঁর অবশ্য দাবি, ‘5 বছর ধরে আদালতে উকিলদের ফি দিতে গিয়ে যে 65 কোটি টাকা খরচ হয়েছে সেকথা স্বীকার করে নিয়েছে রাজ্য। 2024-25 আর্থিক বর্ষের খরচের হিসেব এখনও মেলেনি। সেটা যোগ করলে খরচের পরিমাণটা গিয়ে দাঁড়াবে 75 থেকে 100 কোটি টাকায়।’
রাজ্যের বিরুদ্ধে সাধারণ মানুষের করের টাকা ধ্বংসের অভিযোগ বিজেপির!
নানান সময়ে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম অর্থাৎ বিরোধী পক্ষের তরফে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের করের টাকা লুট করে আদালতে মামলা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এবারেও সেই নিয়মের অন্যথা হল না। তথ্যের অধিকার আইনে বিগত 5 বছরে রাজ্য সরকারের আইনি লড়াইয়ের খরচ প্রকাশ্যে আসতেই জহর সরকার দাবি করছেন, ‘সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের জন্য রাজ্য সরকার গত 5 বছরে দুজন পোড় খাওয়া আইনজীবীকে যথাক্রমে 22 কোটি এবং 7.8 কোটি টাকা দিয়েছে।’
এদিকে, শুধুমাত্র উকিল ফি বাবদ বিগত 5 বছরে আদালতে তৃণমূল সরকারের খরচ হয়েছে 65 কোটি টাকারও বেশি, এমন তথ্যের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বৃহস্পতিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে বিজেপি সমর্থক লেখেন, ‘এই হিসেবটা সম্পূর্ণ নয়। এখানে সবচেয়ে বড় খরচের হিসেবই রাখা হয়নি। সুপ্রিম কোর্টে ধরে ধরে মামলা আটকে যারা ফি নিচ্ছে, তাঁদের বড় বড় আইনজীবীদের ফি এখানে নেই। তদন্ত আটকানোর জন্য যে মামলাগুলো করা হচ্ছে তার হিসেব এখানে নেই।’
অবশ্যই পড়ুন: SIR নিয়ে টানাপোড়েন! ভোটের আগে বাংলার হাজার BLO-কে শো-কজ নোটিশ নির্বাচন কমিশনের
এদিন সরাসরি শাসকদলকে নিশানা করে বিজেপির তরুণজ্যোতি লেখেন, ‘বারবার সুপ্রিম কোর্টে যাওয়ার Misc. Cost এর সব খরচও এখানে নেই। তাছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কোম্পানি, বিভিন্ন কমিশনের দলিল গত, আইনি ও ম্যানেজমেন্ট খরচের হিসাবও এই তালিকায় ধরা হয়নি।’ তরুণজ্যোতির বক্তব্য, ‘এটা জনগণের টাকা। এই জনস্বার্থের টাকাই ব্যবহার করে তৃণমূল সরকার নিজের দুর্নীতিগুলো ঢাকার চেষ্টা করছে। তবে যেটা পাওয়া গিয়েছে সেখানে পুরো খরচ নেই। মূলত আয় এবং ব্যয় দুটিই সকলের নজর থেকে সরিয়ে রাখা হয়েছে।’ পোস্টের একেবারে শেষে তিওয়ারি লেখেন, ‘তদন্ত আটকানো, চোরদের বাঁচানো, DA না দেওয়ার জন্য আইনি লড়াই, এইসব হিসেব এই তথ্যগুলিতে নেই।’
এই হিসাবটা সম্পূর্ণ নয় — এখানে সবচেয়ে বড় খরচের হিসাবই রাখা হয়নি।
সুপ্রিম কোর্টে ধরে-ধরে মামলা আটকাতে যারা ফি নিচ্ছে, তাঁদের বড় বড় আইনজীবীদের ফি এখানে নেই। তদন্ত আটকানোর জন্য যে মামলাগুলো করা হচ্ছে তার হিসাব এখানে নেই
বারবার সুপ্রিম কোর্টে যাওয়ার misc. Cost — এ সব… pic.twitter.com/sm6E4DgK2Y
— Tarunjyoti Tewari (@tjt4002) October 23, 2025
এদিকে, তৃণমূলের রাজ্য সভায় দলনেতা ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, ‘বিজেপি সরকার একদিকে হাজার হাজার কোটি টাকা লুট করছে। অন্যদিকে রাজ্য সরকার পেশাদার নিয়োগ করে তাঁকে তাঁর প্রাপ্য পারিশ্রমিক দিয়েছে। এর মধ্যে অন্যায় কোনটা সেটা মানুষই বলবে।’ তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশের বক্তব্য, রাজ্য সরকারের মামলা মোকদ্দমার খরচ নিয়ে এত আলোচনা! গুজরাত, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র সরকার আদালতে মামলা লড়তে কত খরচ করছে সেটাও দেখা হোক!