বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সমর্থকদের মেজাজ চটকে দিয়েছে পুনরায় বিরাট কোহলির শূন্যতে আউট হওয়া। তবে এক মহাতারকা না পারলেও অপরজন কিন্তু অজিদের বিপক্ষে দাপিয়ে খেলেছেন। হ্যাঁ, বৃহস্পতিবার 97 বলে দুটি ছয় এবং সাতটি চার সহযোগে 73 রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। তাতে অনেকটাই বেগ পেয়েছিল টিম ইন্ডিয়া। এদিন প্রথম দুই উইকেটের পর ম্যাচের (India Vs Australia)রাশ ধরতে জুটি বাঁধেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। তবে ম্যাচের মাঝে দুজনের মধ্যে রান নেওয়া নিয়ে তর্কাতর্কিও হয়েছিল এদিন! যেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ম্যাচের মাঝেই হঠাৎ তর্কে জড়ান রোহিত এবং আইয়ার!
শুভমন গিল এবং বিরাট কোহলি আউট হওয়ার পর ভারতীয় দলের ইনিংস তখন রোহিত এবং আইয়ারের হাতে। অস্ট্রেলিয়ান বোলার জশ হ্যাজলউডের সামনে স্ট্রাইকে দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা। বল পেতেই হালকা করে ঠেলে দিয়ে রান নিতে যান হিটম্যান। তবে তাকে আটকে দেন শ্রেয়স। আর তাতেই কার্যত বাঁধে তর্কাতর্কি। এই সময়ে রোহিত এবং আইয়ারের মধ্যে হওয়া কথোপকথন রেকর্ড হয়ে যায় স্ট্যাম্প মাইকে। আর তারপরে সেটা প্রকাশ্যে আসতেই হই হই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
এদিন রোহিত এবং আইয়ারের মধ্যে হওয়া কথোপকথন শুনে মনে হচ্ছিল একপ্রকার তর্কবিতর্ক হচ্ছে দুজনের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, জশ হ্যাজলউডের বলে ঠেলে দিয়েই রান নিতে যান রোহিত। তবে হাত দেখিয়ে রান নিতে অস্বীকার করেন আইয়ার। এরপরই খুব সম্ভবত রেগে গিয়ে রোহিত বলেন, আরে আইয়ার একটা রান ছিল। তৎক্ষণাৎ শ্রেয়স বলেন, ‘চেষ্টা করো, আমাকে দোষ দিও না।’ প্রত্যুত্তরে রোহিত বলেন, ‘আরে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, ও সপ্তম ওভার বল করছে ভাই।’ আইয়ারকে বলতে শোনা যায়, ‘আমার ওর অ্যাঙ্গেল জানা নেই, তুমিই সিদ্ধান্ত নাও।’ রোহিত বলেন, ‘আমি এই সিদ্ধান্তটা নিতে পারছি না।’ আইয়ার বলেন, ‘সে তোমার সামনেই….’ এদিনের গোটা কথোপকথন শুনে মনে হয়েছে কার্যত রোহিতের সাথে তর্কই করছেন আইয়ার। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের কেউই।
অবশ্যই পড়ুন: ৫ বছরে আদালতে উকিল ফি বাবদ রাজ্যের খরচ ৬৫ কোটিরও বেশি, দ্বিমত বিজেপির
Stump mic captures Rohit Sharma vs Shreyas Iyer 🤣🙌
Whose call was it really?✍🏻👇#AUSvIND 👉 2nd ODI | LIVE NOW 👉 https://t.co/dfQTtniylt pic.twitter.com/YipS5K9ioa
— Star Sports (@StarSportsIndia) October 23, 2025
উল্লেখ্য, গিল, বিরাটদের ব্যর্থতার পর রোহিত, আইয়ার, অক্ষর প্যাটেলদের লড়াইকে সঙ্গী করেই অস্ট্রেলিয়াকে নির্ধারিত ওভারে 265 রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে, ব্যাট করতে নেমে লড়ছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত, 37.2 ওভারে 5 উইকেট হারিয়ে 195 রানে দৌড়াচ্ছিল অজিদের দল।