টানা ৩৯ দিন হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়া ডিভিশনের (Howrah Division) যাত্রীদের জন্য রইল খারাপ খবর। টানা ৩৯ দিন বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। হাওড়া ডিভিশনের কিছু লাইনে টানা কাজ চলবে। যে কারণে বহু ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই বিজ্ঞপ্তি দেখে মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়তে পারে সকলের। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মূলত ট্রাফিক ও পাওয়ার ব্লকের জেরে হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল থাকবে ।
তাহলে আর দেরি না করে জেনে নিন কতটা সময়ের জন্য রেলের কাজ চলবে এবং কোন কোন ট্রেন বাতিল থাকবে।

বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কাটোয়া ও আজিমগঞ্জের মধ্যে দুই জোড়া ট্রেন বাতিল থাকবে। ট্র্যাক রক্ষণাবেক্ষণ এবং কাজের জন্য হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ-কাটোয়া শাখায় কাটোয়া ও গঙ্গাটিকুরী এবং গঙ্গাটিকুরী ও সালার স্টেশনের মধ্যে আপ লাইনে টানা ২৬ জুন, ২০২৫ থেকে ২৩ সেপ্টেম্বর অবধি মাঝে মাঝে ৩৯ দিন প্রত্যেকদিন ৪ ঘণ্টার জন্য ট্র্যাফিক ওও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি ৮ জেলায়, বইবে ৪০ কিমিতে ঝড়! আবহাওয়ার আপডেট

হাওড়া ডিভিশনে বাতিল ট্রেন

জানা গিয়েছে, আজিমগঞ্জ থেকে ট্রেন নম্বর ৫৩০১২ এবং ৫৩০১৪ বাতিল থাকবে। এছাড়া কাটোয়া থেকে ট্রেন নম্বর ৫৩০০৯ ও ৫৩০১১ বাতিল থাকবে। এই ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের জন্য ট্রেনগুলি বাতিল থাকবে ২৬ জুন, ২৮ জুন, ১ জুলাই, ৩ জুলাই, ৫ জুলাই, ৮ জুলাই, ১০ জুলাই, ১২ জুলাই, ১৫ জুলাই, ১৯ জুলাই, ১৯ জুলাই, ২২ জুলাই, ২৪ জুলাই, ২৬ জুলাই, ২৯ জুলাই, ৩১ জুলাই, ২ আগস্ট, ৫ আগস্ট, ৭ আগস্ট, ৯ আগস্ট, ১২ আগস্ট, ১৪ আগস্ট, ১৬ আগস্ট, ১৯ আগস্ট, ২১ আগস্ট, ২৩ আগস্ট, ২৬ আগস্ট, ২৮ আগস্ট, ৩০ আগস্ট, ২ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর, ৯ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর।

May be an image of text

এখন প্রশ্ন উঠছে, স্পেশাল ট্রেন কিংবা দেরিতে ট্রেন চলা, ট্রেনের রুট পরিবর্তন হবে ? এই বিষয়ে পূর্ব রেল জানিয়েছে, স্পেশাল ট্রেন, দেরিতে চলা ট্রেন যদি থাকে তাহলে যাত্রাপথে উপযুক্তভাবে পথ পরিবর্তন করা হবে বা নিয়ন্ত্রণ করা হবে। এর জন্য যাত্রীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment