সিরিজ জিতলেও ভারতকে ICC একদিনের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে হারাতে পারেনি অস্ট্রেলিয়া

India In ICC ODI Rankings India Vs Australia ODI Series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুভমন গিল জামানায় এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে একদিনের আন্তর্জাতিক সিরিজ হেরেছে ভারত। তাতে একদিকে যেমন আনন্দে বুক ভরেছে অজিদের, তেমনই উত্থান হয়েছে ICC ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। রোহিত, বিরাটদের বিপক্ষে জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একদিনের র‍্যাঙ্কিং (India In ICC ODI Rankings) তালিকায় বড় লাফ দিয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু তাতেও ভারতকে হারাতে পারেনি তারা।

একদিনের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং লিস্টে বড় লাফ অস্ট্রেলিয়ার

ভারতের বিপক্ষে পরপর দুটি ওয়ানডে জিতে এই মুহূর্তে ICC-র একদিনের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং তালিকায় তৃতীয় স্থান থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। সেই সাথে দ্বিতীয় ম্যাচে 2 উইকেটে জয়ের পর অজিদের বর্তমান রেটিং পয়েন্ট 110। তবে, পয়েন্ট তালিকায় লাফ দিলেও ভারতকে টপকাতে পারেনি অস্ট্রেলিয়া।

বলাই বাহুল্য, অস্ট্রেলিয়ার কাছে পরপর দুই ওয়ানডে হেরেও এই মুহূর্তে ICC র‍্যাঙ্কিং এ শীর্ষে ভারত। টিম ইন্ডিয়ার বর্তমান পয়েন্ট 121। এদিকে, অস্ট্রেলিয়া তালিকায় ঝাঁপানোর কারণে ক্ষতি হয়েছে নিউজিল্যান্ড দলের। তারা সরাসরি দ্বিতীয় স্থান থেকে 3 নম্বরে নেমে এসেছে। কিউইদের রেটিং পয়েন্ট এখন 109।

India In ICC ODI Rankings

অবশ্যই পড়ুন: ‘ফর্মে ফিরতে না পারলে…’ বিরাট কোহলিকে সতর্ক করলেন রবি শাস্ত্রী

শেষ ওয়ানডেতে হারলে বড় ক্ষতির মুখে পড়তে পারে ভারত

ইতিমধ্যেই পরপর দুই ওয়ানডে জিতে সিরিজ পকেটে পুড়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল রয়েছে তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে। এই ম্যাচটি গড়াবে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। হিসেব বলছে, বৃহস্পতিবারের পর আগামীকালের ম্যাচ শুধুই নিয়ম রক্ষার। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও শনিবার সেই আসর গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বলে রাখি, আগামীকাল ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তবে একদিনের র‍্যাঙ্কিং তালিকায় 121 পয়েন্ট থেকে নেমে 111 তে চলে আসতে পারে শুভমনের দল। অন্যদিকে শনিবার যদি অস্ট্রেলিয়াকে শেষ ওয়ানডেতে হারিয়ে দেয় ভারত, তবে তাদের পয়েন্ট 121 থেকে বেড়ে 122 এ গিয়ে দাঁড়াবে। সেই সূত্রে হারের পর অস্ট্রেলিয়াও 110 থেকে নেমে 109 পয়েন্টে দাঁড়াবে।

Leave a Comment