ED-র মামলায় জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ পর্ষদের প্রাক্তন সভাপতি! তবে জেলমুক্তি নয়

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় আরও এক জামিন! আজ , মঙ্গলবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED- র মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মামলার সমস্ত গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে তাঁর জামিন মঞ্জুর করেছেন। কিন্তু জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে মুক্তি হচ্ছে না কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের।

সভাপতি পদ নিয়ে উঠেছিল  অভিযোগ!

২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। সেই থেকে একাধিকবার শর্তসাপেক্ষে তাঁর জামিন হলেও জেলমুক্তি হয়নি। শুধু তাই নয়, সম্প্রতি সুপ্রিম কোর্ট ২০১৬ সালের যে শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দিয়েছিল সেই সময় কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। আর তাঁর আমলেই স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ নিয়ে একের অধিক অভিযোগ উঠেছিল।

গ্রেফতার করেছিল ED!

কল্যাণময় গঙ্গোপাধ্যায় পর্ষদের সভাপতি থাকাকালীন ওই পদের মেয়াদ দু’বার বৃদ্ধি করা হয়েছিল। প্রথমে ওই পদে থাকার জন্য বয়স সীমা ৬০ থেকে ৬৫ করা হয়েছিল। তারপর দ্বিতীয়বার ৬৫ থেকে ৬৮ করা হয়। কিন্তু তিনি এই বয়স সীমা পার করে তবুও বেআইনি ভাবে ওই পদে ছিলেন। তাই এই নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল। আর সেই সকল অভিযোগের ভিত্তিতে ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।

অবশেষে জামিন কল্যাণের!

তারপরেই ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে একাধিকবার দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। কিন্তু প্রত্যেকবার জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। এবারেও কল্যাণময় বাবুর জামিনের বিরোধিতা করেছিল ইডি। কিন্তু কেন কল্যাণময়কে জামিন দেওয়া হবে না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছিল আদালত। শেষে সব পক্ষের বক্তব্য শোনার পর আজ ইডির মামলায় কল্যাণময়ের জামিন মঞ্জুর করেছে হাই কোর্ট।

আরও পড়ুন: কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি ৮ জেলায়, বইবে ৪০ কিমিতে ঝড়! আবহাওয়ার আপডেট

এখনই জেল ফেরৎ নয় কল্যাণময়

তবে ED-র মামলায় বেঁচে গেলেও এখনই জেল ছাড়া হচ্ছেন মা তিনি। কারণ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরূদ্ধে সিবিআইয়ের মামলার খাঁড়া ঝুলছে মাথার উপর। তাই এখনই জেল মুক্তি হচ্ছে না তাঁর। আপাতত প্রেসিডেন্সে সংশোধনাগারে বন্দি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

তিনি সেই সময় শুধু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন না, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্যও ছিলেন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Leave a Comment