বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডে খেলছে ভারত। ম্যাচ গড়িয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। তবে এই আসরে ভারতীয় দলে জায়গা পাননি নীতিশ কুমার রেড্ডি। শুধু তাই নয়, বাদ পড়েছেন তারকা পেসার অর্শদীপ সিংও। এই দুই তারকার বদলে এন্ট্রি হয়েছে কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণার। এরই মাঝে নীতিশের একাদশ থেকে বাদ পড়ার কারণ ব্যাখ্যা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On Nitish Kumar Reddy)।
কেন শেষ ওয়ানডেতে সুযোগ পেলেন না নিতীশ কুমার রেড্ডি?
শনিবার অস্ট্রেলিয়ার কাছে চলতি সিরিজে টানা তৃতীয়বার টস হারলেন শুভমন গিল। যা ছিল ভারতের আন্তর্জাতিক ওয়ানডেতে একটানা 18তম টস পরাজয়। আর এই লজ্জাজনক ঘটনার পরই তড়িঘড়ি একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় বাঁ পায়ের উরুতে চোট পেয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। সেই কারণেই তাকে আজকের ওয়ানডে দলে রাখা সম্ভব হয়নি। এই মুহূর্তে তিনি BCCI এর মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।
নীতিশের চোট চিন্তা বাড়াল ভারতের
এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে, আজকের ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। কাজেই এই ম্যাচে নীতিশের জায়গা না হওয়াটা খুব একটা চাপের না হলেও ভারতীয় তারকার চোট চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। আসলে, ওয়ানডে সিরিজ শেষ হলেই আগামী 29 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবেন সূর্যকুমার যাদবেরা। ভারতের সেই কুড়ি ওভারের স্কোয়াডে জায়গা হয়েছে নীতিশের। কাজেই টি-টোয়েন্টি সিরিজের আগে তাঁর মতো একজন ক্রিকেটারের চোট টিম ম্যানেজমেন্টের জন্য আদতেই চিন্তার।
অবশ্যই পড়ুন: LPG থেকে UPI, ব্যাঙ্ক! ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৬ নিয়ম
উল্লেখ্য, শনিবার প্রথমে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়েছে ভারতীয় বোলিং বিভাগ। এদিন অজিদের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট ভেঙে ক্ষমতা জাহির করেছেন গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। আজ তাঁর হাত ধরে চারটি উইকেট উপহার পেয়েছে টিম ইন্ডিয়া। পাশাপাশি ওয়াশিংটন সুন্দর দুটি এবং মহম্মদ সিরাজ থেকে শুরু করে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেকেই একটি করে উইকেট ভেঙেছেন। যার জেরে নির্ধারিত ওভারের অনেক আগেই 236 রানে গুটিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।