প্রীতি পোদ্দার, কলকাতা: আজকের যুগে দাঁড়িয়ে ডিজিটাল লেনদেন এখন খুব সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। Gpay বা PhonePe -তে অ্যাকাউন্ট নেই, এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা। ভারতে ইন্টারনেট বিপ্লবের পর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে ঠিক তেমনই পাল্লা দিয়ে বেড়েছে UPI ব্যবহারকারীদের সংখ্যা। আর এই মার্কেটকে টার্গেট করেই ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সংস্থা PhonePe এবার বাজারে IPO আনতে চলেছে।
বড় IPO চালুর পথে PhonePe!
বর্তমানে UPI ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় এবং দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্রদানকারী ফিনটেক কোম্পানি হল PhonePe। দিনের পর দিন ইউজারের সংখ্যা এতটাই বেড়ে চলেছে যে, প্রায় প্রতিদিন ৩৪ কোটি টাকারও বেশি লেনদেন পরিচালনা করা হয়ে থাকে।
আর এই জনপ্রিয়তাকে বজায় রেখে ফোনপে ভারতে একটি IPO চালু করার প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, এই IPO চালু করার জন্য, কোম্পানিটি চলতি বছর আগামী আগস্ট মাসে SEBI-তে প্রাথমিক নথি জমা দেবে।
IPO লঞ্চের ইতিহাস ভালো না PhonePe-র!
প্রাপ্ত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ফোনপের আইপিওর আকার বেশ বড় হতে চলেছে, যা সংস্থার পক্ষে একটি বড় মাইলফলক হতে চলেছে। যদিও PhonePe-র শেষ ৪টি IPO শেয়ার বাজারে লঞ্চ হওয়ার পরেও খুব একটা ভাল পারফর্ম করেনি।
যার মধ্যে অ্যাজাক্স ইঞ্জিনিয়ারিং আইপিওতে ৮.৩৯ শতাংশ লোকসান হয়েছিল। তবে হেক্সাওয়ার টেকনোলজিস, ডেন্টা ওয়্যার এই IPO দুইটিতে ৫.৩ শতাংশ এবং ১০.৪ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।
অফার পরিচালনার জন্য বৈঠক PhonePe-র!
ইতিমধ্যেই ওয়ালমার্টের মালিকানাধীন ফোনপে তাদের নয়া IPO অফার পরিচালনার জন্য কোটাক মাহিন্দ্রা, জেপি মরগান চেজ অ্যান্ড কোং, সিটিগ্রুপ ইনকর্পোরেটেড এবং মরগান স্ট্যানলির সাথে যোগাযোগ করে চলেছে ক্রমাগত। এমনকি অনেকবার এই কোম্পানগুলির সঙ্গে বৈঠকও করা হয়েছে। সংস্থার গোপন সূত্রে জানা গিয়েছে, IPO প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস জমা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন: জনগণনায় নেওয়া হবে লাখ লাখ কর্মী! মাসিক বেতন ৩৫ হাজার, বড় ঘোষণা কেন্দ্রের
IPO লঞ্চের পথে টাটা ক্যাপিটাল
অন্যদিকে, সম্প্রতি SEBI, টাটা ক্যাপিটালের খসড়া পত্র অনুমোদন করেছে। যার মাধ্যমে জানা গিয়েছে টাটা ক্যাপিটাল গোপনে SEBI-তে একটি ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) দাখিল করেছে। আর এই অনুমোদনের মাধ্যমে, ১৭,২০০ কোটি টাকার কাছাকাছি IPO লঞ্চের চিন্তা চালাচ্ছে টাটা ক্যাপিটাল। আশা করা যাচ্ছে, টাটা ক্যাপিটাল আগামী মাস অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে চূড়ান্ত রেড হেরিং প্রসপেক্টাস বা RHP জমা দিতে পারে।