নির্বাচনের আগেই বিজেপি মুক্ত হল বিহারের ৬টি জেলা! EVM-এ দেখা যাবে না পদ্মফুল

Bihar Election

সৌভিক মুখার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বিহার (Bihar Assembly Election 2025)। আর সে কথা মাথায় রেখেই বিজেপি রাজ্যের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১০১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঠিক করেছে। এখন সকালের নজর আগামী ৬ ও ১১ নভেম্বর নির্বাচনের দিকে। তবে সবথেকে বড় ব্যাপার, নির্বাচনের আগেই বিজেপি রাজ্যের ছয়টি জেলা থেকে সম্পূর্ণভাবে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। নেপথ্যে কী কারণ?

বিহারের ছয়টি জেলায় নেই বিজেপির নাম

আসলে এই ১০১টি আসনের মধ্যে এমন ছয়টি জেলা রয়েছে, যেখানে বিজেপি কোনও প্রার্থী দেয়নি। আর এই ছয়টি জেলা হল মাধেপুরা, খাগরিয়া, শেখপুরা, শেওহর,জেহানাবাদ এবং রোহতাস। মোদ্দা কথা, এই জেলাগুলিতে বিজেপি প্রার্থীর অভাব দেখা যাওয়াতে এনডিএ’র সহযোগী অন্যান্য দলগুলোই মাঠে নেমেছে। তবে হ্যাঁ, কিছু কিছু জেলায় বিজেপি কেবল একটিমাত্র আসনেই প্রার্থী দিয়েছে। যেমন সহরসা, লক্ষীসরাই, নালন্দা, বক্সার এবং জামুই ইত্যাদি। আসলে বিজেপির মূল লক্ষ্য হল এনডিএ’র আওতায় অন্যান্য সহায়ক দলগুলিও যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই দিকটা বিবেচনা করা।

এ প্রসঙ্গে বিজেপির নেতারা বলছে, দলটি তাদের জোট সঙ্গীদের এই জেলাগুলিতে পা রাখার সুযোগ করে দেওয়ার জন্যই আসন সংখ্যা কমিয়েছে। এমনকি গত বিধানসভা নির্বাচনেও বিজেপি কিছু জেলায় প্রার্থী দেয়নি। সেই তালিকায় ছিল শেওহর, খাগরিয়া, শেখপুরা, জেহানাবাদ এবং মাধেপুরা। আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রোহতাস। বিজেপি গতবার রোহতাসে দু’টি নির্বাচনী এলাকায় প্রার্থী দিয়েছিল। তবে এবার সেখানে প্রার্থী না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে।

এনডিএ জোটকে শক্তিশালী করার উদ্যোগ?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বিজেপি তাদের রাজ্য জোটকে মজবুত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। কারণ, বিজেপি শুধু একা নয়, বরং জোটের শক্তি নিয়েও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। এদিকে এরই মধ্যেই এলজেপি (আর)-কে ২৯টি আসন এবং এইচএএম ও আরএলএম-কে ছয়টি করে আসন বরাদ্দ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, যে সমস্ত জেলায় বিজেপি প্রার্থী দেয়নি সেখানে এনডিএ জোটের অন্যান্য দলের অবস্থান পাকাপোক্ত অথবা রাজনৈতিক গতিশীলতা এমন যে, বিজেপি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে না।

আরও পড়ুনঃ ৩০০০ হাজারের উপরে কমল সোনার দাম, রুপোতে প্রায় ৮ হাজার পতন! আজকের রেট

এদিকে এমন কিছু জেলা রয়েছে যেখানে জোটের দলগুলোর উপর বিজেপির প্রভাব সবথেকে বেশি। সেই তালিকায় পশ্চিম চম্পারণ জেলায় বিজেপি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দিয়েছে। হ্যাঁ, এই জেলায় ১২টি আসনের মধ্যে ৮ টিতেই বিজেপির দখল। ওদিকে পূর্ব চম্পারণে ৯টি আসনের মধ্যে ৭টি বিজেপির আয়ত্তে। পাশাপাশি পাটনা জেলায় ১৪টি আসনের মধ্যে ৭টি বিজেপির, আবার দারভাঙ্গায় ৬টি, মোজাফফরপুরে ৫টি, ভোজপুরে ৫টি, মধুবানীতে ৫টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে।

Leave a Comment