বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 7 মাস পর মাঠে ফিরে কামাল দেখিয়েছেন ভারতের দুই দাপুটে ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শনিবারের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে একেবারে একতরফা হারিয়েছেন তাঁরা। 9 উইকেট হাতে রেখে রোহিত এবং বিরাটের এই অপরাজিত লড়াই আরও একবার প্রমাণ করেছে, তাঁরা দুজন কেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা। অজিদের বিপক্ষে টিম ইন্ডিয়া সিরিজ হেরেছে ঠিকই, তবে একসাথে দুই পছন্দের ক্রিকেটারকে ম্যাচজয়ী ইনিংস খেলতে দেখাটা, ভক্তদের কাছে সিরিজ জেতার থেকেও অনেক বেশি আনন্দদায়ক। তবে প্রশ্ন হল, অস্ট্রেলিয়া সিরিজ তো শেষ। ফের কবে মাঠে নামবেন রোহিত, বিরাট (Rohit-Virat Comeback)?
ফের কবে ভারতের জার্সি গায়ে তুলবেন রোকো জুটি?
এর আগে চলতি বছর শেষবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন দুই বন্ধু, সতীর্থ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেই আসরে ভারতকে জিতিয়ে ট্রফিটাও কাঁধে তুলেছিলেন দুজন। সেই সাফল্যের কয়েক মাসের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত, বিরাট। এরপর থেকেই অপেক্ষা বাড়ে ভক্তদের। দুই পছন্দের ক্রিকেটারকে কবে ফের মাঠে দেখবেন তা নিয়েই চিন্তায় ছিলেন সমর্থকরা। সেই অপেক্ষা আপাতত মিটেছে। তবে অস্ট্রেলিয়া সিরিজের পরই শুরু হয়েছে আরও একটা অপেক্ষা। ফের কবে ভারতের হয়ে মাঠে নামবেন রোহিত এবং বিরাট?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি অভিযান শুরু করবে সূর্যকুমার যাদবের ভারত। কুড়ি ওভারের দলে যারা রয়েছেন তাদেরকে অস্ট্রেলিয়ায় রেখে ওয়ানডে দলের বাকিরা ভারতে ফিরে আসবেন। এরপর আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এই যাত্রা শেষ হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বলা বাহুল্য, আগামী 30 নভেম্বর থেকে শুরু হয়ে 6 ডিসেম্বর পর্যন্ত চলবে দু’দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে। বলে রাখি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে মাঠে নামবেন রোহিত এবং বিরাট। কাজেই খুব শীঘ্রই দুই পছন্দের তারকাকে নিয়ে অপেক্ষা শেষ হচ্ছে ভক্তদের।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল না পারলেও চেন্নাইয়িনকে উড়িয়ে সুপার কাপ শুরু মোহনবাগানের, পরবর্তী ম্যাচ কবে?
উল্লেখ্য, শেষবারের মতো গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিলেন রোহিত এবং বিরাট। সেই আসরে প্রতিপক্ষকে একেবারে তিন শূন্য করে ছেড়েছিল টিম ইন্ডিয়া। না বললেই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রোহিত শর্মা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেন বিরাটও।