পাঁচ মাস পর লাফ দিল ভারতীয় রুপি! ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল টাকা

সৌভিক মুখার্জী, কলকাতা: টানা পাঁচ মাস পর ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি (Indian Rupee)। মঙ্গলবার সকালে ডলের তুলনায় 65 পয়সা লাফ দিয়েছে টাকা। হ্যাঁ, এবার একেবারে 86.13-র ঘরে পৌঁছে গিয়েছে। ফলে বিনিয়োগের বাজারে আবারও শুরু হয়েছে চাঞ্চল্য। তবে আন্তর্জাতিক এবং ঘরোয়া বেশ কয়েকটি কারণ থাকছে এর পিছনে। তো চলুন জেনে নেওয়া যাক।

তেলের দামে বিরাট ধ্বস

সম্প্রতি বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 2%-র বেশি তলানিতে ঠেকে এখন দাঁড়িয়েছে মাত্র 89.88 মার্কিন ডলার প্রতি ব্যারেলে। আর ভারতের মতো তেল আমদানিকারক দেশের জন্য যা যথেষ্ট ইতিবাচক। কারণ তেলের দাম কমলে আমদানির খরচ কমে। ফলে রুপির মান বাড়বে। আর এর পেছনে রয়েছে ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছে যে, ইরান ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি চুক্তির দিকে এগোচ্ছে। আর যদিও ইরানের পক্ষ থেকে এখনো কোনোরকম ঘোষণা আসেনি। তবে বাজারে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে।

তলানিতে ঠেকছে ডলার

বলে রাখি, সম্প্রতি ডলারের সূচক কমে 98.13-তে দাঁড়িয়েছে, যা গতকালের তুলনায় 0.29% পতন। আর এর প্রধান কারণ হিসেবে উঠে আসছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার পতন। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসে ফের সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে ডলারের আকর্ষণ কমবে ও তুলনামূলকভাবে রুপির মান বাড়বে।

আরও পড়ুনঃ মাস গেলে মিলবে মোটা অঙ্কের স্টাইপেন্ড! প্রচুর ইন্টার্ন নিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক

শেয়ার বাজারে আগুন

সম্প্রতি শেয়ার বাজারেও দেখা গিয়েছে বিরাট ঝাঁকুনি। হ্যাঁ, সেনসেক্স একেবারে 930 পয়েন্ট বেড়েছে এবং নিফটি বেরিয়েছে 279 পয়েন্ট। আর বিশেষত বিদেশী বিনিয়োগকারীরা ভারতের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এমনকি 22 জুন তারা 1.09 বিলিয়ন টাকার শেয়ারও কিনেছে।

বলে রাখি, ভারতীয় রুপি আজ সকালে 86.07-এ খুলেছিল, যা পরে 86.13-তে পৌঁছই। আর বিশেষজ্ঞরা বলছে, 86-র কাছাকাছি দাম থাকলে ডলারের প্রবণতা আরো বাড়তে পারে। এখন তেলের দাম যদি স্থিতিশীল থাকে ও ডলার যদি দুর্বল থাকে, তাহলে দেশের শেয়ারে আবারো ইতিবাচক প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment