সৌভিক মুখার্জী, কলকাতা: অন্ধ্রপ্রদেশে বাসে আগুন লাগার সেই রেশ এখনও কাটেনি। জ্বলন্ত আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল প্রায় 25 জনের। আর তারই মাঝে আবারও এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড। এবারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। জানা যাচ্ছে, দিল্লি থেকে 70 জন যাত্রী নিয়ে গোন্ডার দিকে যাচ্ছিল একটি দোতলা এসি বাস। তবে রবিবার ভোর পৌনে পাঁচটা নাগাদ কাকোরি থানা এলাকায় খেওরী টোলপ্লাজার কাছেই ভয়াবহ অগ্নিকাণ্ড (Uttar Pradesh Bus Fire) ঘটে।
সূত্রের খবর, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ওই ডবল ডেকার বাসটিতে মূলত টায়ার ফেটে আগুন ধরে এবং সাথে সাথে পুরো বাসটি জ্বলতে শুরু করে। তবে সৌভাগ্যবশত আগুন লাগার আগেই সকল যাত্রীকে নিরাপদে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এমনকি খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
A major accident was averted on the Lucknow-Agra Expressway early Sunday morning.
A double-decker bus from #Delhi to Gonda caught fire after a tyre burst, but all passengers were safely evacuated before the flames engulfed the vehicle.
(Video/Picture Courtesy : X) pic.twitter.com/gauNh2MvSu— Deccan Chronicle (@DeccanChronicle) October 26, 2025
অন্ধ্রপ্রদেশেও ঘটেছিল ভয়ংকর বাস দুর্ঘটনা
উল্লেখ্য, কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের কুর্নুলের এক যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে প্রায় 25 জন যাত্রী জ্বলন্ত দগ্ধ হয়ে মারা যায়। ওই বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুতে যাচ্ছিল। বাইকের সঙ্গে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায় বলে খবর। কিন্তু যাত্রীরা কোনওমতেই বার হওয়ার সুযোগ পায়নি। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, আটকে পড়ে তার মধ্যেই আটকা পড়ে প্রাণ যায় বহু মানুষের।
আরও পড়ুনঃ 5000mAh ব্যাটারি, উন্নত প্রসেসর ও লুক! মাত্র 6596 টাকায় মিলছে Samsung Galaxy M07
তবে আজকের ঘটনাটিতে সৌভাগ্যবশত কারোর প্রাণ যায়নি। তবে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ানক আকার ধারণ করে। সূত্রের খবর, পিছনের চাকায় প্রথমে চালক ধোঁয়া দেখতে পেয়েছিল। এরপরই চালক বাসটিকে সড়কের পাশে দাঁড় করিয়ে দেয়। তারপর যাত্রীদেরকে দ্রুত নেমে যাওয়ার জন্য সতর্ক করে। আতঙ্কিত হয়ে যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে নেমে যায়। আর তারপরই পুরো বাসে আগুনের গ্রাসে চলে যায়। দমকল বাহিনী যতক্ষণে আগুন নিয়ন্ত্রণ এনেছে, ততক্ষণ বাসটি পুরো পুড়ে খাক হয়ে গিয়েছে। এখানেও অনুমান করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।