বাদ দেন গম্ভীর, আগরকর! রঞ্জিতে সেঞ্চুরি হাঁকিয়ে জাত চেনালেন টিম ইন্ডিয়ার সেই ক্রিকেটার

Indian Cricketer Hits Century against Goa in Ranji match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছর পর গত জুলাইয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল তারকা ক্রিকেটার করুণ নায়ারের। তবে দুঃখের বিষয়, ইংল্যান্ড টেস্ট খেলার পর আর জাতীয় শিবিরে ডাক পাননি তিনি। অভিযোগ উঠেছিল, নায়ারকে দল থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর! সূত্রের খবর, গম্ভীরদের পছন্দ নয় তাই করুণকে আর ভারতীয় দলে নেওয়া হয়নি। রঞ্জি ট্রফির চলতি মরসুমে জাতীয় দলে উপেক্ষিত সেই ক্রিকেটারই গোয়ার বিপক্ষে সেঞ্চুরি করলেন (Indian Cricketer Hits Century)।

গোয়ার বিপক্ষে দুরন্ত সেঞ্চুরি করুণের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল করুণ নায়ারের কর্ণাটক। সেই আসরের প্রথম দিন শুরুটা খুব একটা ভাল না হলেও পরে ব্যাট হাতে মাঠে নেমে দলের হাল ধরেছিলেন নায়ার। জাতীয় দল থেকে বিতাড়িত এই খেলোয়াড় প্রথম দিন 138 বলে 86 রান করে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় দিন মাঠে নেমেই 267 বলে 14টি চার এবং 3টি ছয় সহযোগে সর্বসাকুল্যে 174 রানের একটি অপরাজিত ইনিংস খেললেন নায়ার।

করুণ নায়ারের ব্যাটিংয়ের দৌলতেই প্রতিপক্ষ গোয়াকে 372 রানের লক্ষ্য দেয় কর্ণাটক। বর্তমানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সেই লক্ষ্য পূরণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভিন রাজ্যের এই দলটিকে। আপাতত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 13 ওভারে 1 উইকেট হারিয়ে 28 রান তুলেছিল কর্নাটকের প্রতিদ্বন্ধী। তবে এই সব কিছুর মাঝেই শিরোনামে উঠে এসেছেন সেঞ্চুরি করে অপরাজিত থাকা করুণ নায়ার।

অবশ্যই পড়ুন: অভিষেক নায়ার হতে পারেন প্রধান কোচ, KKR-র জন্য বড় খবর

উল্লেখ্য, গত জুলাইয়ে ভারত বনাম ইংল্যান্ড টেস্টে অংশ নিয়েছিলেন করুণ নায়ার। তবে সেই আসরে নিজের নামের প্রতি সে অর্থে সুবিচার করতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে করুণ যেভাবে খেলছেন, সেই মেজাজটা ধরা দেয়নি ইংল্যান্ডের বিপক্ষে। বলে রাখি, ইংলিশদের বিরুদ্ধে গত টেস্টে সর্বোচ্চ 57 রান এসেছিল করুণের ব্যাট থেকে। যার কারণে, সাম্প্রতিক ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা হয়নি তাঁর।

Leave a Comment