প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর বর্ষা যেন জাঁকিয়ে বসেছে। মরশুমের সময়সীমা কেটে গেলেও এখনও পর্যন্ত বৃষ্টি (Weather Update) দুর্যোগ কাটেনি রাজ্যে। আবারও দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার আকাশে। প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা (Montha Cyclone)। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। যার ফলে বাংলাতেও দুর্যোগের ঘনঘটা। আগামীকাল থেকেই একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আপডেট দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরের উপর ‘সাধারণ’ থেকে ‘গভীর’ হয়েছে নিম্নচাপ। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তার উপর নিম্নচাপের শক্তি যত বাড়ছে, তত সমুদ্রের উপর তার গতিও বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল, সোমবার এই নিম্নচাপ থেকে মন্থা নামক ঘূর্ণিঝড়টি তৈরি হবে। ‘প্রবল’ আকারে তা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে অন্ধ্রপ্রদেশ তো বটেই, তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ। এ ছাড়া, কলকাতাতেও বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আরও পড়ুন: সোনারপুরে বাড়িতে ঢুকে শুল্ক আধিকারিককে ‘মারধর’! ৫০ জন মিলে চালায় হামলা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও আবহাওয়া বদলাতে চলেছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা শুক্রবার পর্যন্ত চলবে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দাপট কমলেই শুষ্ক আবহাওয়া তৈরি হবে পার্বত্য অঞ্চলে।