সহেলি মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বর্তমানে একদিকে যখন সকলে অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার দিন গুনছেন, তখন সেই সময়ে গ্র্যাচুইটির (Employee Gratuity) নিয়মে বড় বদল আনল কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাস শেষ হওয়ার আগেই বদলে গেল বড় নিয়ম।
গ্র্যাচুইটির নিয়ম বদলে দিল কেন্দ্র
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার গ্র্যাচুইটি প্রদানের বিষয়ে একটি বড় নির্দেশিকা জারি করেছে। কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীনস্থ পেনশন ও পেনশনভোগীদের কল্যাণ বিভাগ (DoPPW) তার নির্দেশে স্পষ্ট করে জানিয়েছে যে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি কেবলমাত্র সেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই দেওয়া হবে যারা কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি, ২০২১ অথবা কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে গ্র্যাচুইটি প্রদান) বিধি, ২০২১ এর আওতাভুক্ত।
কারা পাবেন না গ্র্যাচুইটি?
সরকারের এই নির্দেশ এটাই ইঙ্গিত দেয় যে এই বর্ধিত গ্র্যাচুইটি সীমা সমস্ত প্রতিষ্ঠান বা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে না। অর্থাৎ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU), ব্যাংক, বন্দর ট্রাস্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI), স্বায়ত্তশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকার বা সমিতির সাথে যুক্ত কর্মচারীরা এই বর্ধিত সীমার সুবিধা পাবেন না। পেনশন বিভাগ নির্দেশিকায় উল্লেখ করেছে যে তারা ক্রমাগত অনেক RTI আবেদন এবং রেফারেন্স পাচ্ছে যেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে ২৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি সীমা কি ব্যাংক, PSU, RBI, বন্দর ট্রাস্ট, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাজ্য সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য?
সরকার বলেছে, “এই নিয়মগুলি কেবল কেন্দ্রীয় বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং অন্যান্য সংস্থা যেমন সমিতি, ব্যাংক, বন্দর ট্রাস্ট, আরবিআই, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।” আরও বলা হয়েছে যে এই জাতীয় প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নিয়ম সম্পর্কে কোনও প্রশ্ন বা তথ্যের জন্য, সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগের সাথে যোগাযোগ করা উচিত।