প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি সপ্তাহে ধারাবাহিকের রেটিং নম্বর যাবার জন্য দর্শক সহ কলাকুশলীরা সাপ্তাহিক টিআরপির (TRP List) দিকে তাকিয়ে থাকেন। ধারাবাহিকের নিজের পছন্দের ধারাবাহিক টিআরপি তালিকায় কত নম্বর পেল সেই দিকে নজর থাকে তাঁদের। সম্প্রতি প্রকাশ্যে এল বাংলা ধারাবাহিকের TRP রেটিং তালিকা। চলতি সপ্তাহেও কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। তাই এই সপ্তাহেও টিআরপি তালিকায় কয়েক নম্বরের পার্থক্য চোখে পড়ার মতো। একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।
কে হল এবারের বেঙ্গল টপার?
বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। এদিকে প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। সম্প্রতি বাংলা ধারাবাহিকের প্রকাশিত TRP তালিকা অনুযায়ী, প্রথম স্থানে আগের মতোই নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার অন্যতম সুপারহিট ধারাবাহিক ‘পরিণীতা’। তার রেটিং স্কোর গিয়ে দাঁড়িয়েছে ৭.৫ এ। দ্বিতীয় স্থানে দুর্গার বিয়ের মুহূর্ত তুলে ধরে জায়গা দখল করে নিল জি বাংলার আরেক এবং অন্যতম ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’, যার রেটিং স্কোর ৬.৭।
কপাল পুড়ল পরশুরামের!
TRP তালিকা অনুযায়ী, ৬.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘ফুলকি’। অন্যদিকে কপাল পুড়ল স্টার জলসার পরশুরামের, ‘বেঙ্গল টপার’-এর মুকুট ফের হাতছাড়া হয়ে গেল। তবে TRP রেটিং তালিকায় চতুর্থ স্থানে ৬.৪ নম্বরে উঠে এল ‘পরশুরাম’। আরও এক ধারাবাহিক চতুর্থ স্থান দখল করেছে, আর সেটি হল জি বাংলার ‘ফুলকি’। অন্যদিকে ‘দাদামণি’ ধারাবাহিক উঠে এসেছে পঞ্চম স্থানে। যেখানে তালিকায় এই ধারাবাহিকের রেটিং স্টার গিয়ে ঠেকেছে ৬.২ নম্বরে।
আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, এখান থেকে শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ!
উল্লেখ্য, নম্বর যতই ওঠা-নামা করুক না কেন, এ সপ্তাহে জি বাংলা স্টার জলসাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। প্রথম পাঁচের তালিকায় রয়েছে জি বাংলার নাম, শুধুমাত্র একটি স্থানই দখল করতে পেরেছে স্টার জলসা। যদিও এই সপ্তাহে ভাইফোঁটা এবং দীপাবলি সহ উৎসবের আবহ থাকায় রেটিং স্কোরেও বেশ বদল ঘটেছিল। তাই সব মিলিয়ে খুব খারাপ ফল হয়েছে বলা যায়না। এবার দেখার পালা পরের সপ্তাহে বাংলা ধারাবাহিকগুলি কেমন স্কোর করতে পারে।