ওয়ানডেতে হারের বদলা নেবেন সূর্যরা! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হবে ভারতের একাদশ?

India Vs Australia T20 Series team India possible playing 11 for first matc

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মা ও বিরাট কোহলির দাপুটে ইনিংসের দৌলতে শেষ ওয়ানডে জিতলেও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে ভারত। তবে সেই হারের বদলা নিতে পুরোপুরি প্রস্তুত সূর্যকুমার যাদবের দল। আশা করা যাচ্ছে, রোকো জুটির অপমান এবং ভারতীয় দলের পরাজয়ের বদলা অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েই তুলবে ভারতীয় টি-টোয়েন্টি দল। আগামী 29 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ (India Vs Australia)। কাজেই খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না ভক্তদের। কিন্তু প্রশ্ন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কোন একাদশ নিয়ে নামবে ভারত?

এক নজরে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি

নির্ধারিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী 29 অক্টোবর ক্যানবেরাতে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর পরবর্তী ম্যাচ রয়েছে আগামী 31 অক্টোবর। এই ম্যাচ গড়াবে মেলবোর্নে। দুই টি-টোয়েন্টির পর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 2 নভেম্বর হেবার্টে। এছাড়াও সিরিজের চতুর্থ এবং পঞ্চম ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে 6 এবং 8 নভেম্বর গোল্ড কোস্ট ও ব্রিসবেনে।

প্রথম ম্যাচে ভারতের ওপেনিং জুটি

এশিয়া কাপে ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে শুরুটা করেছিলেন শুভমন গিল এবং অভিষেক শর্মা। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজেও ভারতের হয়ে শুভারম্ভের দায়িত্বটা থাকবে এই দুই বন্ধুর হাতেই। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম থেকে শুরু করে শেষ ম্যাচ পর্যন্ত ভারতের হয়ে ওপেনিং করবেন গিল এবং অভিষেক। আপাতত তেমনটাই আশা করা যাচ্ছে।

মিডল অর্ডারে কারা?

এশিয়া কাপের সাফল্যের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী 29 অক্টোবরের প্রথম ম্যাচে ভারতের হয়ে মিডিল অর্ডার সামলাতে পারেন 6 তারকা। News 24 এর রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে 3 নম্বরে ব্যাট করতে আসবেন তিলক বর্মা। এরপর একে একে চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব, পাঁচ নম্বরে জিতের শর্মা, ছয়ে শিবম দুবে, সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি এবং আটে অক্ষর প্যাটেলকে নামানো হতে পারে।

বোলিংয়ে কারা?

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগত ওয়ানডে সিরিজে জায়গা হয়নি ভারতীয় পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহর। তাঁর বদলে অস্ট্রেলিয়াকে শায়েস্তা করার দায়িত্ব ছিল মহম্মদ সিরাজের হাতে। তবে টি-টোয়েন্টি সিরিজে তেমনটা হচ্ছে না। কুড়ি ওভারের সিরিজে জায়গা পেয়েছেন বুমরাহ। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাঁকে নামাবে ভারত। তাছাড়াও প্রথম একাদশে জায়গা হতে পারে অর্শদীপ সিং এবং স্পিনার বরুণ চক্রবর্তীর।

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের আগেই ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সি চালকের ছেলেকে দলে নিল অস্ট্রেলিয়া

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

শুভমন গিল (সহ অধিনায়ক) অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং।

Leave a Comment