চোট পাওয়া জায়গায় রক্তক্ষরণ! আইসিউতে ভর্তি শ্রেয়স আইয়ার

Shreyas Iyer In ICU Indian cricketer health update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিডনিতে শেষ ওয়ানডে চলাকালীন পেছনে ছুটে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে জোরালো চোট পেয়েছিলেন ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer In ICU)। এবার সেই চোট পাওয়া জায়গায় রক্তক্ষরণ হয়েছে ভারতীয় তারকার। যার কারণে এই মুহূর্তে সিডনির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আইয়ার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে নতুন কোনও বক্তব্য আসেনি।

আপাতত আইসিইউ-তেই থাকবেন আইয়ার

পিটিআই সূত্রে খবর, ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়কের চোট পাওয়া জায়গায় রক্তক্ষরণের কারণে বিগত কয়েকদিন ধরে তাঁকে আইসিইউতেই রাখা হয়েছে। সূত্রের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে আপাতত আইসিইউতেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

জানা যাচ্ছে, আইয়ারকে আগামী দুই থেকে সাত দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে পারেন অস্ট্রেলিয়ার চিকিৎসক দল। মূলত রক্তক্ষরণ থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায় সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। শেষবারের মতো জানা গিয়েছিল, আইয়ারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এই মুহূর্তে খেলোয়াড়ের আইসিউতে ভর্তি হওয়ার খবর মন ভেঙেছে বহু ভক্তের।

অবশ্যই পড়ুন: বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ, সৌদি আরব থেকে আসবেন ইমাম! জানালেন হুমায়ুন কবীর

ঠিক কীভাবে চোট লেগেছিল আইয়ারের?

শনিবার, শেষ ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করছিলেন শ্রেয়স। ম্যাচ কিছুদূর এগোতেই বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর ওভারেই চোট পান আইয়ার। তখন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছেন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। সেই মতোই বল ছুড়েছেন রানা। বল ব্যাটের কোনায় লেগে আকাশে উঠতেই পেছন দিক থেকে ছুটে তা ধরতে যান শ্রেয়স। শেষ পর্যন্ত বল তালুবন্দি করলেও মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। প্রচন্ড চোট লাগে খেলোয়াড়ের পাঁজরে। এরপরই তড়িঘড়ি মাঠে ছুটে আসে চিকিৎসক এবং ফিজিও। সময় নষ্ট না করে দ্রুত শ্রেয়সকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Leave a Comment