সৌভিক মুখার্জী, কলকাতা: একের পর এক নক্ষত্রপতন বিনোদন জগতে। ফের আসলো এক দুঃসংবাদ। মাত্র ২৫ বছর বয়সেই ‘জামতারা ২’ খ্যাত অভিনেতা সচিন চন্দওয়াড় শেষ নিঃশ্বাস ত্যাগ (Sachin Chandwade Death) করলেন। গত কয়েক মাস ধরে একের পর এক অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে বলিউডে। আর তারই মধ্যে আবার যুক্ত হল সচিনের নাম, তাও অল্প বয়সে আত্মঘাতী হয়ে।
প্রয়াত সচিন চন্দওয়াড়
বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, তাঁর পরিবারের সদস্যরা ২৩ অক্টোবর তাঁর ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁকে। তারপর সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ধুলে’র এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত ২৪ অক্টোবর দুপুর ১:৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তবে কী কারণে সচিন এরকম সিদ্ধান্ত নিলেন সে তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছোট থেকে অভিনয়ের প্রতি বরাবরই তাঁর টান ছিল। নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম ড্রামা ‘জামতারা ২’-তে সচিনের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি মারাঠি ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। সেই আপডেট এবং ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সচিন। কিন্তু তাঁর আগেই সবকিছু শেষ হয়ে গেল।
আরও পড়ুনঃ ১০ DM সহ ৬৪ জনের বদলি! SIR লাগুর জল্পনার মাঝেই বিরাট পদক্ষেপ নবান্নর
বলাবাহুল্য, অভিনেতা হওয়ার পাশাপাশি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। পুনের এক আইটি পার্কে চাকরি করতেন সচিন। তবে তাঁর অকাল প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। সহ অভিনেতাদের নজরে তিনি এক বিনয়ী, প্রতিভাবান অভিনেতা ছিলেন। কিন্তু তাঁর এই আকস্মিক মৃত্যুতে পারোলা থানায় একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তাঁর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।