সপ্তাহজুড়ে ভারী বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে! সঙ্গে বইবে ঝড়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ সকাল থেকে রোদের ঝিলিক (West Bengal Weather Update) চোখে পড়লেও, বেলা বাড়তেই বেশ কয়েক জায়গায় ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে গোটা আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও এখনই কমবে না ভ্যাপসা গরম। আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বাড়তেই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এছাড়াও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২ দিন হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। যার জেরে উত্তাল হবে গোটা সমুদ্র। তাই ওই ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে সারা রাজ্যে।

আরও পড়ুন: পাঁচ মাস পর লাফ দিল ভারতীয় রুপি! ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল টাকা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত এখনও উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগ লেগেই রয়েছে। কোথাও ঝমঝমিয়ে তো কোথাও আবার ঝিরিঝিরি বৃষ্টি। জানা গিয়েছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দুর্যোগ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও শুক্র, শনি ও রবিবারও ওই জেলাগুলিতে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা প্রবল।

Leave a Comment