ঘুম উড়বে ফোনপে, গুগলপে’র! Arattai-র পর আসছে ডিজিটাল পেমেন্ট অ্যাপ Zoho Pay

Zoho Pay

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই জোহো কর্পোরেশনের তরফ থেকে চালু করা আর Arattai মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে টেক্কা দিয়েছে। এবার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বাজিমাত করল শ্রীধর ভেম্বুর মালিকানাধীন এই কোম্পানি। হ্যাঁ, তারা এবার ডিজিটাল পেমেন্ট অ্যাপ ‘জোহো পে’ (Zoho Pay) চালু করছে। আর এটি চালু হলে পেটিএম থেকে শুরু করে ফোনপের মতো পেমেন্ট প্ল্যাটফর্মগুলির উপর যে সরাসরি চ্যালেঞ্জ পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে কবে থেকে চালু হচ্ছে এই অ্যাপ এবং কী কী ফিচার্স মিলবে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের প্রতিবেদনে।

কবে চালু হচ্ছে ‘Zoho Pay’?

জানা যাচ্ছে, ‘জোহো পে’ বর্তমানে অভ্যন্তরীণ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আর আগামী মাসেই হয়তো তা ভারতে চালু করা হতে পারে। অ্যাপটি ব্যবহারকারীদের পেয়ার টু পেয়ার এবং মার্চেন্ট টু মার্চেন্ট উভয় ধরনের পেমেন্ট করার সুযোগ দেবে। আর এর সবথেকে বড় আকর্ষণ Arattai মেসেজিং প্ল্যাটফর্মের সাথে সরাসরি ইন্টিগ্রেশন। অর্থাৎ, ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো থেকে না বেরিয়ে সরাসরি পেমেন্ট করতে পারবে, বিল পরিশোধ করতে পারবে। Arattai যেভাবে মেড ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে, আশা করা যাচ্ছে এই ‘জোহো পে’-ও খুব শীঘ্রই ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলবে।

বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, ‘জোহো পে’ কোম্পানির ফিনটেক পরিকল্পনার প্রথম পদক্ষেপ। Arattai ইতিমধ্যেই B2B সেক্টরে শক্তিশালীভাবে অবস্থান করছে। এমনকি এ বছর এটি একটি পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইসেন্সও পেয়েছে। তাই বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, Arattai এর সাফল্যের পরিপ্রেক্ষিতে ‘জোহো পে’ গুগলপে, ফোনপে বা পেটিএমের মতো কোম্পানিগুলির ব্যবসার উপর এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়বে। এমনকি বর্তমান পরিকল্পনা অনুযায়ী জোহো ধীরে ধীরে পর্যায়ক্রমে দেশজুড়ে নতুন অ্যাপ চালু করতে চলেছে আর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।

আরও পড়ুনঃ মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত ‘জামতারা ২’ খ্যাত সচিন চন্দওয়াড়

প্রসঙ্গত, Arattai ইতিমধ্যে তার মেড ইন ইন্ডিয়া সার্টিফিকেশন ও ব্যবহারকারীদের ডেটা গোপনীয়তার উপর জোর দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে। আর এবার ‘জোহো পে’-ও একইদিকে এগোবে বলে মনে করা হচ্ছে। এমনকি মেড ইন ইন্ডিয়ার প্রেক্ষাপটে এটিকে ফোনপে, গুগলপের মতো বিদেশভিত্তিক কোম্পানিগুলোর থেকে শক্তিশালী হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার কবে নাগাদ এই অ্যাপ বাজারে আসে, আর সরাসরি অন্যান্য কোম্পানিগুলিকে টেক্কা দেয় কিনা।

Leave a Comment