সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন মহিলাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেড়েই চলেছে। হ্যাঁ, স্তন ক্যান্সার থেকে শুরু করে জরায়ুমুখ ক্যান্সার কিংবা মুখের ক্যান্সারের জেরে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মহিলা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ান ১৪ বছরের কম বয়সী মেয়ে এবং যুবতীদের জন্য বিনামূল্যে ক্যান্সারের টিকাদান (Free Cancer Vaccination in Tamil Nadu) কর্মসূচি চালু করবেন বলে জানিয়েছেন।
কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
সম্প্রতি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে স্তন ক্যান্সার সম্পর্কিত একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছিল। আর সেখানে উপস্থিত ছিল হাজার হাজার মহিলা। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সেখানে ব্যাখ্যা করেছিলেন, যে সমস্ত মহিলারা প্রতিদিন হাঁটেন, দৌড়ন বা ব্যায়াম করেন, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে। এমনকি তিনি মহিলাদের মধ্যে তিনটি প্রধান ধরনের ক্যান্সারের উপরেই আলোকপাত করেছিলেন। আর সেগুলি হল স্তন ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সার এবং মুখের ক্যান্সার।
Tamil Nadu once again leads with compassion and foresight.
With rising cancer cases, a free cancer vaccination programme for girls up to 14 is not just timely — it will save lives and protect thousands of families.
This sets a new national benchmark in preventive healthcare.
My… pic.twitter.com/1RZcG64E6I— Jothimani (@jothims) October 26, 2025
বিশেষ করে ১ বছর থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি বা জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার উদ্দেশ্যে গত বছরের বাজেটে ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তামিলনাড়ু সরকারের তরফ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্র এম কে স্ট্যালিন সুবিধাভোগীদের বিনামূল্যে টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন ওই স্কিমের আওতায়। এমনকি বর্তমানে তার জন্য টেন্ডারের কাজ চলছে, আর টেন্ডারের কাজ শেষ হলেই অল্প বয়সী মেয়েদের ক্যান্সারের টিকা সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে। আর এটিই হবে ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারের টিকা পাওয়া হবে। এর আগে সিকিম সরকার ২০১৮ সাল থেকে এই অভিযান শুরু করেছিল। প্রসঙ্গত, এই জরায়ুমুখ ক্যান্সারের টিকা বেসরকারি হাসপাতালে নিতে গেলে প্রায় ১৫ হাজার টাকা খরচ হতে পারে।
আরও পড়ুনঃ দেশের ৮০০০ স্কুলে নেই কোনও পড়ুয়া, শীর্ষে পশ্চিমবঙ্গ! দেখুন তালিকা
ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণ
সূত্রের খবর, তামিলনাড়ু সরকার মূলত অল্প বয়সী মেয়েদের জন্য এই বিনামূল্যের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে। কারণ, রাজ্যের অনেক পরিবারই এই বিপুল পরিমাণ টাকা বহন করতে অপারক। ইরোড থেকে শুরু করে কন্যাকুমারী, রানীপেট বা তিরুপথুর ইত্যাদি জেলায় পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে টিকা দেওয়া হচ্ছে। কারণ, এই জেলাগুলিতে এই ক্যান্সারের প্রবণতা সবথেকে বেশি। এমনকি খুব শীঘ্রই সমগ্র রাজ্যজুড়ে অল্প বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে এই ক্যান্সারের টিকাকরণ করা হবে বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।