ছয় মারেন তাসকিন আহমেদ, আউট দেয় আম্পায়ার! বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ড্রামা

Taskin Ahmed Out despite hitting six during Bangladesh Vs West Indies match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Bangladesh Vs West Indies)। আর সেই সিরিজের প্রথম ম্যাচেই 16 রানে ওপার বাংলা টাইগারদের ধুলো চাটিয়েছে ক্যারিবিয়ানরা। যদিও প্রতিপক্ষের দেওয়ার লক্ষ্য তাড়া করতে নেমে আমরণ চেষ্টা করেছে ওপার বাংলার ছেলেরা। তাতে লাভ কিছুই হয়নি। আর এ সবের মাঝেই বাংলাদেশের ইনিংসের একেবারে শেষের দিকে এক নাটকীয় মুহূর্তের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব।

ছয় মেরেও আউট হয়ে গেলেন তাসকিন

গতকাল বাংলাদেশের চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে গড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেখানেই প্রথমে ব্যাট করতে নেমে ওপার বাংলার ছেলেদের 166 রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে এসে প্রথম 6 ওভারে 42 রান তুললেও ঝড়ের গতিতে 4 উইকেট ভাঙে বাংলাদেশের। পরেও সেই ধারা অব্যাহত ছিল।

অবশ্যই পড়ুন: আজ ইস্টবেঙ্গল, মোহনবাগানের ম্যাচ! কোথায় দেখা যাবে বিনামূল্যে?

সোমবার, 10 ওভারে পৌঁছে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় 5 উইকেটে 63। তখন 60 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 103 রান। সেই সময় উইকেট ভাঙে তাওহীদ হৃদয়ের। পরবর্তীতে দলকে এগিয়ে নিয়ে যেতে জুটি গড়েন তানজিম সাকিব এবং নাসুম আহমেদ। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। একেবারে শেষ 5 ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 55 রান। তবে কিছুক্ষণের মধ্যেই 33 রান করে সাজঘরে ফেরেন তানজিম। ষষ্ঠ উইকেটে এসে দাঁড়ায় বাংলাদেশ। ম্যাচ কিছুদূর গড়াতেই উইকেট যায় নাসুমেরও।

ওপার বাংলা টাইগারদের বেহাল অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল ম্যাচ পকেটস্থ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষের ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 20 রান। বল করতে এসে শেফার্ড প্রথম 3 বলে 3 রান দেন। চতুর্থ বল পেতেই উইকেটের উপর থেকে বিরাট ছক্কা হাঁকান তাসকিন। তবে দুঃখের বিষয়, আউট দিয়ে দেন আম্পায়ার। আসলে, ছয় মারতে গিয়ে ক্রিজের একটু বেশি ভিতরে ঢুকে পড়েছিলেন তিনি। তাতে শট খেলার আগেই তাঁর জুতো লেগে যায় স্ট্যাম্পে। ফলে নিয়ম অনুযায়ী হিট উইকেট দেন আম্পায়ার। এদিন তাসকিনের জুতোর সংস্পর্শে আসতেই উইকেটে ঝাকুনি লাগে এবং একটি বেলও পড়ে যায়। আর সেই আউটেই 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Leave a Comment