এক ম্যাচে হাফ সেঞ্চুরি সহ ১০ উইকেট, নতুন হার্দিক পান্ডিয়া পেয়ে গেল ভারত

Auqib Nabi Called New Hardik Pandya he took 10 wickets in one match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরবর্তী প্রজন্মের হার্দিক পান্ডিয়া (New Hardik Pandya) পেয়ে গেল ভারত। কেন এমন বলছি? আসলে গতকাল জম্মু ও কাশ্মীর বনাম রাজস্থানের রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই প্রতিপক্ষের 7 উইকেট ভাঙেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবী। আর তাতেই মাত্র 89 রানে গুটিয়ে যায় রাজস্থান। তবে শুধু 7 উইকেটই নয় ম্যাচের প্রথম ইনিংস মিলিয়ে রাজস্থানের বিপক্ষে সর্বসাকুল্যে 10 উইকেট তুলেছেন নবী। সেই সাথে, ব্যাট হাতেও কামাল দেখিয়েছেন তিনি। আর সেই কারণেই এই ভারতীয় অলরাউন্ডারকে পরবর্তী প্রজন্মের হার্দিক পান্ডিয়া বলা হচ্ছে।

রাজস্থান ম্যাচে নবীর একতরফা দাপট

জম্মু ও কাশ্মীরের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথমে ব্যাট করে 152 রান তুলেছিল রাজস্থান। পরবর্তীতে সেই ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে খাতায় 282 রান যোগ করে জম্মু ও কাশ্মীর। বলাই বাহুল্য, দলের হয়ে এই ম্যাচে 65 বলে 8টি চার এবং 2টি হয় সহযোগে 55 রান করেছিলেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার নবী। এখানেই শেষ নয়, জম্মু ও কাশ্মীরের বড় লক্ষ্য তাড়া করতে নামা রাজস্থানকে একেবারে ধুলো চাটিয়েছিলেন তিনি।

ভারতের নতুন হার্দিক পান্ডিয়া হিসেবে পরিচিত আকিব নবী প্রথম ইনিংসে রাজস্থানের তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের একেবারে ধরাশায়ী করে দিয়েছিলেন। না বললে নয়, এদিন নবীর হাত ধরে পরপর 7টি উইকেট পেয়েছিল জম্মু ও কাশ্মীর। আর সেই দাপটেই মাত্র 89 রানে গুটিয়ে যায় রাজস্থান। যার জেরে এক ইনিংস এবং 41 রানে জয় পায় জম্মু ও কাশ্মীর। বলে রাখি, নবী ছাড়াও সোমবার দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট তুলেছিলেন যুধবীর সিং।

অবশ্যই পড়ুন: ওপার বাংলায় হাফিজ সাঈদ ঘনিষ্ঠ, ভারতের বিরুদ্ধে বিরাট ছক পাকিস্তান, বাংলাদেশের!

উল্লেখ্য, 2020 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় নবীর। সেই থেকেই ঘরোয়া ক্রিকেটে জম্মু ও কাশ্মীর দলের হয়ে খেলছেন তিনি। বলে রাখি, রঞ্জি ট্রফিতে দাপট দেখানোর আগে সম্প্রতি দুলিপ ট্রফিতে চার বলে চার উইকেট নেওয়ার এক অনবদ্য রেকর্ড গড়েছেন তিনি। যার জেরে এই ভারতীয় অলরাউন্ডার ভেঙে দিয়েছেন কিংবদন্তি কপিল দেবের বহু পুরনো এক রেকর্ড। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ক্রিকেটে অনবদ্য দক্ষতা দেখিয়ে ভারতীয় দলে সুযোগ পাওয়াটা নবীর কাছে শুধু সময়ের অপেক্ষা।

Leave a Comment