স্কুলের উপর ভেঙে পড়ল বিমান, কেনিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! মৃত বহু

Kenya Plane Crash 12 died big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া (Kenya Plane Crash)। মঙ্গলবার ভোরে দিয়ানি থেকে কিচওয়া টেম্বো যাওয়ার পথে আচমকা ভেঙে পড়ে 5 ওয়াই সিসিএ নামক একটি যাত্রীবাহী বিমান। সেই ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 12 জন আরোহীর। সেই তথ্য নিশ্চিত করেছে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি।

ঠিক কোন কারণে ঘটল এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা?

কেনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, মঙ্গলবার কিচওয়া টেম্বোর উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই বিমানটির চালক। তারপরই সেটি পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে। কেনিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি তাল সামলাতে না আবাসিক এলাকার একটি স্কুলের উপরই ভেঙে পড়ে। যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল ভবনের একাংশ সহ পার্শ্ববর্তী বাড়িগুলিও। যদিও ঠিক কোন কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল কোয়ালি কাউন্টিতে পৌঁছেছেন সরকারি সংস্থাগুলির আধিকারিকরা।

অবশ্যই পড়ুন: এক ম্যাচে হাফ সেঞ্চুরি সহ ১০ উইকেট, নতুন হার্দিক পান্ডিয়া পেয়ে গেল ভারত

উদ্ধার করা যায়নি নিহতদের

মঙ্গলবার সকাল সাড়ে 8টা নাগাদ, কোয়ালি কাউন্টির সিম্বা গোলিনি এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। স্থানীয়দের তরফে পাওয়া তথ্য সহ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বিমান দুর্ঘটনায় মোট 12 জনের মৃত্যু হয়েছে। তবে অবাক করা বিষয়, এখনও পর্যন্ত নিহতদের কাউকেই উদ্ধার করা যায়নি।

যদিও ইতিমধ্যেই স্থানীয় সরকারের তরফে ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। তবে সূত্রের খবর, দুর্ঘটন কবলিত অঞ্চলে সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালাতে পারছেন না দায়িত্বরত কর্মীরা। এদিকে বিমান দুর্ঘটনার ভয়াবহতা দেখে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রশাসনের।

Leave a Comment