রাজকীয় ঐতিহ্য, নতুন Rolls-Royce Phantom আনলেন আম্বানি! বিশেষত্ব কী?

Rolls-Royce Phantom

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের পরিবার আম্বানির গাড়ির সংগ্রহশালা নিয়ে তো নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে এবার সেই তালিকায় যুক্ত হল এক রাজকীয় সদস্য Rolls-Royce Phantom, তাও বিশেষ সংস্করণেই। অনন্ত আম্বানির নতুন এই Phantom যেন ভারতের রাজবংশীয় ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনলো। কিন্তু কী রয়েছে এর বিশেষ ফিচার? বিস্তারিত জানিয়ে দেবো আজকের প্রতিবেদনে।

Star of India থেকেই অনুপ্রাণিত এই Rolls-Royce Phantom

উল্লেখ্য, এই Rolls-Royce Phantom গাড়ির সবথেকে বড় আকর্ষণ এর রং। কারণ, সাধারণ Phantom নয়, বরং এটি তৈরি হচ্ছে একেবারে ‘Star of India Orange’ শেডে, যা প্রথমবার 1934 সালে রাজকোটের মহারাজের গাড়িতেই দেখা গিয়েছিল। সে সময় মহারাজা নিয়ে এসেছিল একটি বিশেষ Rolls-Royce Phantom II, যা উজ্জ্বল কমলা রং দিয়েই বানানো হয়েছিল এবং তা ভারতীয় রাজ পরিবারের ঐশ্বর্যের প্রতীক ছিল। তবে প্রায় এক শতাব্দী পর অনন্ত আম্বানির গাড়িতেও সেই ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে। কমলা বডি আর সাদা বনেটের সংমিশ্রণ গাড়িটিকে আবারও রাজকীয় লুক দিচ্ছে। এমনকি এর সঙ্গে যুক্ত করা হয়েছে কালো রঙের Spirit of Ecstasy মূর্তি।

বলাবাহুল্য, Rolls-Royce Phantom মানেই বিলাসিতা। তবে অনন্ত আম্বানির গাড়ির আরও এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কারণ, এই গাড়িটি তৈরি হয়েছে কোম্পানির Bespoke ডিভিশনের মাধ্যমেই, যেখানে গাড়ির প্রতিটি অংশ ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা হয়। এমনকি রং থেকে শুরু করে সিটের চামড়া, ড্যাশবোর্ডের ইনলে বা কেবিনের আলো, সবকিছুই অনন্ত আম্বানির নির্দেশ মারফৎ তৈরি।

আরও পড়ুনঃ ফের ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির

চমক দিচ্ছে গাড়ির ইঞ্জিন

প্রসঙ্গত, এই গাড়িটি চালিত হয় একটি বিরাট 6.75 লিটার V12 Twin-Turbo Petrol ইঞ্জিন দিয়ে, যা একবারে 563 bhp শক্তি এবং 750 Nm টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে 8 স্পিড অটোমেটিক গিয়ারবক্স। তবে শক্তিশালী হলেও Rolls-Royce Phantom এর প্রকৃত সৌন্দর্য তার রং এবং ডিজাইনে। আর এই গাড়ি রাস্তায় চলা মানেই মনে হবে কোনও রাজকীয় পরিবারের বিলাসবহুল ছোঁয়া।

Leave a Comment