ডুববে বেজিংয়ের মোটা টাকা! ব্যবসায়িক দিক থেকে চিনকে আরেকটি ঝটকা দিল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্যাঁচে পড়ে একপ্রকার ধুঁকছে চিন। এবার সেই আঘাতের মাঝেই হঠাৎ চিনের 4 রাসায়নিকের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক (Anti Dumping Duty) চাপাল ভারত।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূলত দেশীয় খেলোয়াড়রা যাতে বেইজিং থেকে অন্যায্য মূল্যের আমদানির গ্রাসে না পড়েন, সেজন্যই এবার ড্রাগনের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ কেন্দ্রের।

কোন কোন রাসায়নিকের ওপর শুল্ক বসালো ভারত?

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, চিনের মূলত চারটি রাসায়নিকের ওপর কড়া শুল্ক চাপিয়েছে কেন্দ্র। জানা যাচ্ছে, দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি শাখা ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডিজ এর আগেও একই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সুপারিশ করার পর আনুষ্ঠানিক বিধিনিষেধ জারি করে।

এবার সেই সূত্র ধরেই, দেশের রাজস্ব বিভাগের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড সরাসরি বিজ্ঞপ্তি জারি করে চিন থেকে ভারতে আসা চারটি রাসায়নিকের আমদানির ওপর আগামী পাঁচ বছরের জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করল।

কিন্তু কোন কোন রাসায়নিকের ওপর চাপানো হয়েছে শুল্ক? সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত এবার চিনের PEDA যা মূলত ভেষজনাশকের জন্য ব্যবহৃত হয়, অ্যাসিটোনাইট্রাইল যা মূলত ওষুধ খাতে ব্যবহৃত হয়, ভিটামিন A পালমিটেট ও অদ্রবণীয় সালফারের ওপর কড়া শুল্ক বসিয়েছে ভারত সরকার।

অবশ্যই পড়ুন: আম বেচেই খুলে গেল ভাগ্য! মাত্র ৪ দিনের মেলায় লক্ষ লক্ষ টাকা আয় বিক্রেতাদের

4 চিনা রাসায়নিকের ওপর কতটা শুল্ক চাপালো ভারত?

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে ভেষজনাশক চিনা রাসায়নিক PEDA-র ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং শুল্ক বাবদ প্রতি টনে 1,305.6 থেকে 2,017.9 টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে চিন, রাশিয়া ও তাইওয়ান থেকে আমদানি করা অ্যাসিটোনাইট্রাইলের ওপর প্রতি টনে অ্যান্টি ডাম্পিং শুল্ক বাবদ 481 টাকা বসানো হচ্ছে।

একইভাবে বাকি দুই চিনা রাসায়নিক অর্থাৎ ওষুধ খাতে ব্যবহৃত হয়, ভিটামিন A পালমিটেট ও অদ্রবণীয় সালফারের ওপর যথাক্রমে শুল্ক বাবদ প্রতি কেজিতে 20.87 টাকা ও প্রতি টনে 357 টাকা পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপালো কেন্দ্র।

Leave a Comment