মন্দিরবাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙচুর, ‘বাংলাদেশকেও পিছনে ফেলেছে মমতা!’ বিস্ফোরক শুভেন্দু

Jagadhatri Idol Damage In Mandir Bazar

প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোকে কেন্দ্র করে এখনও তুলকালাম পরিস্থিতি কাকদ্বীপে। অভিযোগ সেখানকার সূর্যনগরে একটি মন্দিরের কালীমূর্তি ভাঙা হয়েছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে স্থানীয়দের। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল অর্থাৎ সপ্তমীর রাতে ঘটে গেল আরও এক ভয়ংকর দুর্ঘটনা। কালী মূর্তি প্রতিমা ভাঙচুরের বিতর্কের মাঝেই মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একাধিক মা জগদ্ধাত্রী’র প্রতিমা ভাঙচুরের (Jagadhatri Idol Damage In Mandir Bazar) অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে ঘিরে ফের আসরে নামল বিজেপি।

কালী মূর্তির পর এবার ভাঙচুর জগদ্ধাত্রী প্রতিমা

আজ, জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে ফের রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলে আরও এক চাঞ্চল্যকর পোস্ট করে বসেন। সেই পোস্টে তিনি জানান, “গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটোদারের ঘরে তৈরী হয়ে যাওয়া একাধিক মা জগদ্ধাত্রী’র প্রতিমা ভাঙচুর করা হয়েছে, প্রতিমার মাথাগুলি কেটে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। হিন্দুদের আস্থা, বিশ্বাসে তাদের ধর্ম পালনে বাধা দান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণ আর পুলিশের প্রশ্রয়ের ফল ভোগ করছে পশ্চিমবঙ্গে হিন্দুরা। এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না।”

কী বলছেন শুভেন্দু অধিকারী?

এদিন শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের অস্তিত্বকে তুলনা করেছেন বাংলাদেশের সঙ্গে। তিনি বলেন, “ ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দিরবাজারের বটতলা এলাকার ঘটনা হলেও মনে হচ্ছে বাংলাদেশ কেও পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ।” শুভেন্দুর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ঘটনায় তদন্তের দাবি করছে গ্রামবাসী। তাঁদের দাবি যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের শাস্তি হোক।

আরও পড়ুন: এখনও ঝাপসা চোখের দৃষ্টি, কথা বলাও বারণ! এবার দিল্লির AIIMS গেলেন খগেন মুর্মু

গত রবিবার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার ডাকে কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত কালীমূর্তি ভাঙার ঘটনায় প্রতিবাদে মিছিল করে বিজেপি। সেখানেই উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি জানিয়েছিলেন যে, “কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব না। ২০২৬ এ বিজেপির সরকার ক্ষমতায় এলে তখন আর নো এফআইআর, নো কোর্ট। ফায়সালা হবে অন দ্য স্পট। যারা মূর্তি ভাঙবে সেই লোকগুলোর বাড়ির সামনে বুলডোজার চলে যাবে। সামনে থাকবে বুলডোজার, পিছনে থাকবে পুলিশের গাড়ি।”

Leave a Comment