বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার চেন্নাইয়িন এফসিকে 4-0 গোলে উড়িয়ে ডার্বির আগে ক্ষমতা দেখিয়েছি ইস্টবেঙ্গল। অন্যদিকে সুপার কাপের প্রথম ম্যাচে লাল হলুদকে আটকে দেওয়া গোয়ার স্থানীয় দল ডেম্পোর সামনে গতকাল খাতাই খুলতে পারেনি মোহনবাগান। ফলে, ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। এহেন আবহে আগামী 31 অক্টোবর, শুক্রবার গড়াবে চলতি সুপার কাপের প্রথম ডার্বি। লাল হলুদের বদলা নেওয়ার এই আসরে মোহনবাগান চাইবে ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে। কিন্তু কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন দুই ময়দান প্রধানের মহারণ (Super Cup Derby Live Streaming)?
কোথায় হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ?
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 31 অক্টোবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের সুপার কাপ ডার্বি। তবে এই ডার্বি কলকাতায় গড়াচ্ছে না। সুপার কাপের সমস্ত ম্যাচ যেহেতু গোয়ায় আয়োজিত হবে। তাই 31 তারিখের ডার্বিও গড়াবে সে রাজ্যে। মোহন বনাম ইস্টের লড়াই দেখতে হলে পৌঁছে যেতে হবে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে। তবে যাঁরা টিকিট কেটে বা অন্য কারণে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারবেন না, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যেই ঘরে বসে দেখতে পারবেন এই ম্যাচ। কীভাবে?
অবশ্যই পড়ুন: এখনও ঝাপসা চোখের দৃষ্টি, কথা বলাও বারণ! এবার দিল্লির AIIMS গেলেন খগেন মুর্মু
কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ?
গত IFA শিল্ডের কলকাতা ডার্বিতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যার জেরে ডার্বিতে জয়ের হ্যাটট্রিক করতে পারেনি লাল হলুদ। তাছাড়াও সর্বশেষ ডার্বি থেকেই নানা মহলে ব্যাপক সমালোচিত হতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। ফলত, আগামী শুক্রবারের ডার্বি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এই ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে বদলা নেওয়ার পাশাপাশি সম্মান রক্ষার খেলা। কিন্তু কোথায় দেখবেন এই হাই ভোল্টেজ লড়াই?
বলে দিই, ম্যাচটি যেহেতু গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে, তাই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ম্যাচটি সম্পূর্ণ বিরামূল্যে দেখা যাবে স্টার স্পোর্টস টিভি চ্যানেলে। এছাড়াও ঘরে, অফিসে কিংবা বাড়ি ফেরার পথে ট্রেনে বসে এই ম্যাচ দেখতে হলে এখনই নিজের স্মার্টফোনে JioHotstar অ্যাপটি ডাউনলোড করে নিন। তবে অ্যাপ ছাড়াও JioHotstar এর ওয়েবসাইট থেকেও উপভোগ করতে পারবেন গোয়ার ডার্বি।