প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট যুদ্ধের প্রস্তুতি। আর এই ভোট যুদ্ধের ময়দানে কাউকে এক ইঞ্চি জমি দিতেও নারাজ রাজনৈতিক দলগুলির। কিন্তু তার আগেই বাংলায় SIR শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন BLO-রা। ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই নিশ্চিন্ত, না থাকলেই উদ্বেগ! এখন বঙ্গবাসী আশা আশঙ্কার দোলাচলে। SIR-এর বিজ্ঞপ্তি জারির পর বাংলায় সেই কাজ কোন প্রক্রিয়ায় এগোবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এমতাবস্থায় SIR নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন (Election Commission)।
হাউস টু হাউস এনুমারেশন কী?
ভারতের নির্বাচন কমিশন ১২টি রাজ্যের জন্য বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির সময়সূচী ঘোষণা করেছে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে চলেছে আগামী ৪ নভেম্বর থেকে, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস ধরে, বুথ লেভেল অফিসাররা বা BLO-রা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ করবেন, যা ‘হাউস টু হাউস এনুমারেশন’ নামে পরিচিত। কিন্তু এই প্রক্রিয়ায় একাধিক প্রশ্ন উঠছে। কাজের দৌলতে সকলকেই বাড়ি ফাঁকা রেখে বেরোতে হয়, সেক্ষেত্রে কবে আপনার বাড়িতে বিএলও ভোটার তালিকা মেলানোর কাজে আসবেন, তা জানবেন কীভাবে তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। কারণ অনেকেই মনে করছে বিএলও বাড়িতে এসে সংশ্লিষ্ট ভোটারের দেখা না পেলে তালিকা থেকে নাম কাটিয়ে দেবে। এবার সেই নিয়ে সরাসরি মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
কী বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক?
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশানুসারে এনুমারেশন প্রক্রিয়াতে বিএলও-দের কাজ হল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা এবং ২০০২ সালের শেষ SIR-এ যাদের নাম ভোটার তালিকায় ছিল, তাদের বাড়িতে গিয়ে ইলেকশন কমিশনের তালিকা অনুযায়ী ভোটারদের চিহ্নিত করা। সেক্ষেত্রে যদি কোনও ভোটার বাদ পরে যায় তাহলে চিন্তা নেই, বিএলও-রা অন্তত আরও দু’বার সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল আশ্বস্ত করে জানিয়েছেন, যে বুথ এলাকায় বিএলও ভোটার তালিকা মেলানোর দায়িত্ব পাবেন, তিনি নিজেও সেই বুথেরই ভোটার হবেন৷ ফলে এলাকার রাজনৈতিক দলের এজেন্ট এবং ওই বুথের ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই তালিকা মেলানোর কাজে যাবেন৷ বিএলও এবং বিএলএ -দের মারফত সেই খবর আগাম জানতে পারবেন ভোটাররাও৷
আরও পড়ুন: ‘১০ নম্বর দেওয়া যাবে না!’ চাকরিহারাদের বাড়তি সুবিধার বিরুদ্ধে পথে SSC-র পরীক্ষার্থীরা
অস্থায়ী পরিযায়ী ভোটারদের জন্য বড় নির্দেশ
এছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল আরও জানিয়েছেন যে, যদি বাড়ির কোনও একজন ভোটার সেই সময় বাড়িতে না থাকে তাহলে পরিবারের অন্য কোনও সদস্য তাঁর হয়ে এনুমারেশন ফর্ম নিতে পারবেন বলেও জানিয়েছেন৷ অন্যদিকে শহুরে এলাকার বাসিন্দা এবং অস্থায়ী পরিযায়ী ভোটারদের জন্য একটি অনলাইন লিঙ্কও চালু করা হচ্ছে কমিশনের তরফ থেকে। তাদেরও কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, শুধুমাত্র পুরনো SIR-এ তাদের বা তাদের বাবা-মায়ের নাম থাকার প্রমাণ দিলেই হবে। পাশাপাশি কোনও ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গেলেও তার লিখিত কারণ সংশ্লিষ্ট ভোটারকে জানাতে হবে৷ প্রয়োজনে অ্যাপের মাধ্যমে বিএলও-দের সঙ্গে দেখাও করতে পারবেন ভোটাররা৷