সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল মন্ত্র উচ্চারণ করা নিয়ে আবারও সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Mamata Banerjee)। সরস্বতী পুজোর ভুল মন্ত্র থেকে শুরু করে, ভুল চণ্ডীপাঠ, ভুল দুর্গা মন্ত্র পাঠ ইত্যাদি করে এসেছেন এতদিন তিনি। তবে এবার মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজোর ভুল মন্ত্র উচ্চারণ করলেন বলে দাবি করেছেন শুভেন্দু। হ্যাঁ, সম্প্রতি পোস্তায় জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে গিয়েই তিনি এই মন্ত্র পাঠ করেন। তবে সেই ভুল নিজেই সংশোধন করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিরোধীতা দলনেতা।
উল্লেখ করার বিষয়, এদিন পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্ধাত্রী মায়ের যে মন্ত্র উচ্চারণ করেছেন তা হল—
“দয়া রূপে দয়াদৃষ্টে দয়া রূপহারীনি
সর্বশান্তে দিকে দেবী, মা আমার নমস্তুতে।।”
ভুল সংশোধন করলেন শুভেন্দু অধিকারী
এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, যে একবার ভুল করে আশা করা যায় যে তিনি ভুলটা শুধরে নেবেন। সেরকম ভুল আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু যে বারবার একই ভুল করে, জেনে বুঝে একই ভুল করতে থাকে, তাও জোর গলায়, তখন বুঝতে হয় যে উনি অজ্ঞ নয়, বরং অভিজ্ঞ। পুরোটাই ইচ্ছাকৃতভাবেই করেন তিনি।
আরও পড়ুনঃ ‘অপারেশন গোল্ড’ ৬ মাসে ৬৪ টন সোনা এল ভারতে, কী করতে চাইছে RBI?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আপনাকে দোহাই দেয়নি মন্ত্র উচ্চারণ করার। আপনি বারবার ভুলভাল মন্ত্র উচ্চারণ করেন আর হিন্দু ভাবাবেগকে আঘাত করেন। কাদের স্বার্থে এই কাজ করেন আপনি? এর আগেও বাগদেবী মা সরস্বতীর মন্ত্র আপনি ভুল উচ্চারণ করেছেন, ভুল চণ্ডীপাঠ করেছেন। আর এবার সেই একই ভুল মা জগদ্ধাত্রী দেবীকে নিয়ে। সবার সুবিধার্থে আমি নীচে সঠিক মন্ত্রটি দিয়ে দিলাম—
“ওঁ দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনী।
সর্বপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রৈ নমহস্তুতে।।”
অর্থাৎ “হে দুর্গে, তুমি দয়াস্বরূপা, কৃপাদৃষ্টি স্বরূপা, করুণাময়ী, দুঃখ-বিনাশিনী, সর্ববিঘ্ননাশিনী; হে মা জগদ্ধাত্রী তোমায় প্রণাম।”
যে একবার ভুল করে, আশা করা যায় যে শুধরে নেবে আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু যে বারংবার একই ধরনের ভুল করতেই থাকে, জেনে বুঝে, জোর গলায়, তখন বুঝতে হয় যে উনি অজ্ঞ নয় অভিজ্ঞ, পুরোটাই ইচ্ছাকৃত।
মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আপনাকে দোহাই দেয় নি মন্ত্রোচ্চারণ করার, আপনি বারবার… pic.twitter.com/FC3VXtS2mb
— Suvendu Adhikari (@SuvenduWB) October 29, 2025