২৫,০০০ কর্মসংস্থান! নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ছে TCS, জানালেন মমতা

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা এবার তথ্য প্রযুক্তির ইতিহাস লিখতে চলেছে! হ্যাঁ, কলকাতার বুকে নিউটাউনেই গড়ে উঠছে তথ্য প্রযুক্তির হাব। জানা গেল, দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থার টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবার গড়ে তুলতে চলেছে বিশ্বমানের তথ্য প্রযুক্তি ক্যাম্পাস (TCS Campus)। সবথেকে বড় ব্যাপার, এর মাধ্যমে 25 হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কিন্তু কবে নাগাদ শুরু হবে কাজ? কীভাবেই বা হবে কর্মসংস্থান? জানুন এই প্রতিবেদনে।

কোথায় তৈরি হবে এই তথ্য প্রযুক্তি কেন্দ্র?

খোঁজ নিয়ে জানা গেল, নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের অন্তর্গত 20 একর জমিতে এই তথ্য প্রযুক্তি ক্যাম্পাস গড়ে উঠবে। এমনকি এই জমির অধিকার ইতিমধ্যে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি টিসিএস’কে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এমনটাই জানিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলের পোস্টে জানিয়েছেন, এই প্রকল্পটি মূলত দুইটি ধাপে নির্মিত হবে। প্রথম পর্যায়ে প্রায় 9 লক্ষ বর্গফুট জুড়ে 11 তলা অফিস নির্মাণ করা হবে। আর এর ফলে 5000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে আরও 15 লক্ষ বর্গফুট সম্প্রসারণ করা হবে। যার ফলে আরো 20 হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলত মোট 24 লক্ষ বর্গফুটের এই তথ্য প্রযুক্তি ক্যাম্পাসে 25 হাজার কর্মী কাজের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে সোনার দামে বিরাট পতন, কমছে রুপোর দরও! আজকের রেট

প্রসঙ্গত গত কয়েক বছর ধরে বিশেষ করে নিউটাউনের সিলিকন ভ্যালি অঞ্চলে তথ্য প্রযুক্তির আকর্ষণ বেড়েই চলেছে। সূত্রের খবর, বিগত তিন বছর ধরে 30টি তথ্যপ্রযুক্তি এব‌ং তথ্যপ্রযুক্তি নির্ভর সার্ভিস প্রজেক্টের জন্য 6.5 লক্ষ বর্গমিটার জমিও বরাদ্দ করা হয়েছে। আর তারই ফল আজ বাস্তবের পথে।

এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজেই বলেছেন যে, যারা ধারাবাহিকভাবে বাংলাকে অপমান করে আসতো এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে তাচ্ছিল্যের নজরে দেখত ও নিচু করার চেষ্টা করত, তাদের যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। আমরা নিজেরাই নিজেদের কর্মদক্ষতার নজির দেখালাম।

Leave a Comment