বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাজিকিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি আইওনিতে সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার করে নিল ভারত। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এহেন আবহে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে চাঞ্চল্যকর খবর। শোনা যাচ্ছে, আফগানিস্তানের তালিবানরা নাকি বাগরাম বিমানঘাঁটিটি ভারতকে হস্তান্তর করেছে (Bagram Airbase To India Fact Check)। বলে রাখি, এটি হল সেই বিমানঘাঁটি যেখানে একটা সময়ে বিপুল সংখ্যক সেনা মোতায়ন করেছিল আমেরিকা। যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিমানঘাঁটি পুনরুদ্ধার করার ইচ্ছা প্রকাশ করেছেন। এহেন আবহে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটি ভারতকে হস্তান্তর করার খবরে ছেয়ে গিয়েছে নেট মাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের খবর
নেট দুনিয়ার চোখ রাখলেই ভেসে আসছে এক বিশেষ খবর। বহু নেট নাগরিকের দাবি, আফগানরা নাকি ভারতকে বাগরাম বিমানঘাঁটিটি দিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তান নাকি সেই বিমানঘাঁটি বন্ধ করতে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলি উপর চাপ সৃষ্টি করছে। সোশ্যাল মিডিয়ায় এও উঠে আসছে, ভারত নাকি তাজিকিস্তানকে তাদের বিমানঘাঁটি ব্যবহারের জন্য বিপুল পরিমাণ অর্থ দিত। তবে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের মাধ্যমে তাজিকিস্তানের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। এমতাবস্থায়, তালিবানরা ভারতকে তাদের বাগরাম বিমানঘাঁটি ব্যবহারের পূর্ণ সুবিধা দিচ্ছে। যা স্বাভাবিকভাবেই পাকিস্তানের মাথাব্যথা বাড়াবে।
বলা বাহুল্য, 2002 সাল থেকে তাজিকিস্তানের আইওনি বিমানঘাঁটির উন্নয়ন এবং পরিচালনার যাবতীয় খরচ বহন করছিল ভারত। তবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়া আফগানিস্তানের তালিবানদের ভারতকে বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের খবর ছেয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, ভারতের সাথে সখ্যতা থেকেই তাদের হাতে বিমানঘাঁটিটি তুলে দিচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার। এদিকে ভারতও নাকি আফগানদের দেওয়া সেই বিমানঘাঁটি ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু আদতে এই খবর কতটা সত্যি? আদৌ কি তালিবানরা ভারতকে তাদের বাগরাম বিমনঘাঁটি হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছে? খোঁজ নিল India Hood।
অবশ্যই পড়ুন: কেন আর হল না ভারত-অস্ট্রেলিয়ার বৃষ্টি বিঘ্নিত T20 ম্যাচ? জানুন কারণ
সত্যিই কি ভারতকে বাগরাম বিমানঘাঁটি হস্তান্তর করেছে তালিবান?
ভারতকে বাগরাম বিমানঘাঁটি হস্তান্তর করেছে আফগানিস্তানের তালিবানরা, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এমন খবর কতটা সত্য তা জানতে আমরা গ্রোককে সরাসরি প্রশ্ন করি। আমরা জানতে চেয়েছিলাম, সত্যিই কি ভারতকে বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরকরেছে আফগানিস্তানের তালিবান সরকার? উত্তর আসে, একেবারেই না। ভারত সম্প্রতি তাজিকিস্তানের আইওনি বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার করেছে কারণ আফগান সরকার ভারতীয় সম্পদ প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিল। তবে, ভারতকে বাগরাম এয়ারবেস দিয়ে দেওয়া হবে এমন কোনও মন্তব্য তালিবানদের তরফে আসেনি। ভারতও এমন খবরের সত্যতা নিশ্চিত করেনি। কাজেই সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়ানো এই তথ্য যে পুরোপুরি ভুয়ো, তা বলাই যায়।