ফের মহিলা জুনিয়র ডাক্তারকে হেনস্থা মত্ত রোগীর! চরম বিক্ষোভ কলকাতা মেডিক্যাল কলেজে

Calcutta Medical College And Hospital

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে এসএসকেএম হাসপাতালে এক নাবালিকাকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছিল ওই হাসপাতালেরই এক প্রাক্তন অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তড়িঘড়ি গত শনিবার হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক ডাকা হয়। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে গত শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালে অধ্যক্ষ, সুপাররা, কলকাতা পুলিশের কমিশনার সহ অন্যান্য সব জেলা শাসক এবং জেলার পুলিশ সুপাররা। বেশ কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা হয়। কিন্তু কোথায় কি? ফের কলকাতা মেডিক্যালে কলেজে (Calcutta Medical College And Hospital) এক মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার মুখোমুখি হতে হল।

ফের হেনস্থার শিকার এক মহিলা ডাক্তার

রিপোর্ট অনুযায়ী গত সোমবার, রাতে কলকাতা মেডিক্যাল কলেজে এমারজেন্সিতে কাজ করছিলেন এক মহিলা ইন্টার্ন। সেই সময় পুলিশ একজন অসুস্থ মদ্যপ ব্যক্তিকে নিয়ে আসে। তারপর থেকেই অভিযুক্ত ব্যক্তি অশালীন মন্তব্য করতে থাকেন, ওই অবস্থায় আবার অশ্লীল অঙ্গভঙ্গীও করেন। ওই ইন্টার্ন এইসব অপকর্ম সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান। এদিকে জরুরি বিভাগের গেটের বাইরেই ছিল পুলিশ। কিন্তু অভিযোগ তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল, আর তাই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল কলেজের পড়ুয়ারা। গতকাল অর্থাৎ বুধবার রাতে নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত একাধিক দাবি নিয়ে শুরু হল তুমুল বিক্ষোভ।

চরম বিক্ষোভ শিক্ষকদের

এদিন প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ করে কলকাতা মেডিক্যালের জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা দাবি জানিয়েছেন যে, দিনের পর দিন পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। এখানেই শেষ নয়, একাধিক জরুরি ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম জরুরি বিভাগে থাকে না বলেই অভিযোগ উঠছে। যার ফলে রোগী এবং তাঁদের পরিজনদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। তাই অবিলম্বে এই সমস্ত সমস্যার সমাধান চেয়েছেন পড়ুয়ারা।

আরও পড়ুন: ২০০২-এ নাম থাকলেও চুপিসারে তা কেটে দেওয়া হচ্ছে! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে শহরের চিকিৎসাকেন্দ্রগুলি নিয়ে সকলেই প্রশ্ন তুলেছে। সেখানে রোগী থেকে শুরু করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের আঙুল তুলেছে প্রশাসনের দিকে, কিন্তু কেউই কোনো রকম সঠিক পদক্ষেপ নিচ্ছে না। তাই ফের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন কলেজের পড়ুয়ারা। এবার দেখার পালা তাঁদের দাবিগুলো কলেজ কর্তৃপক্ষ সঠিকভাবে মেনে নেয় কিনা।

Leave a Comment