বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন কোচ পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। জল্পনাতেই সিলমোহর দিয়ে নাইটদের নতুন প্রধান কোচ করা হল অভিষেক নায়ারকে (KKR Head Coach)। বলা বাহুল্য, এর আগে শাহরুখের দলেরই সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নায়ার। তাছাড়াও ভারতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। তবে এই প্রথমবারের জন্য কোনও পূর্ণাঙ্গ দলের কোচিং করবেন অভিষেক। বৃহস্পতিবার, প্রধান কোচের পদে তাঁর নাম ঘোষণা করেছে KKR ম্যানেজমেন্ট।
ছন্দে ফিরতেই এমন সিদ্ধান্ত?
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের জন্য একেবারেই শুভ ছিল না। সে বার কলকাতার পারফরমেন্স দেখে বোঝাই যাচ্ছিল না তারা তিন বারের চ্যাম্পিয়ন। 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল অজিঙ্কা রাহানের দল। যার কারণে ব্যাপক সমালোচিত হতে হয়েছিল KKR এর প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে। শুধু তাই নয়, দলের বেহাল দশার কারণে ভক্তদের কাঠগড়ায় উঠেছিলেন অধিনায়ক রাহানেও।
শোনা গিয়েছিল, KKR এর খেলার ধরন এবং প্লেয়ারদের মনোভাব প্রথম দিকে বুঝে উঠতে পারছিলেন না অজিঙ্কা। তবে ধীরে ধীরে যখন গোটা বিষয়টি আয়ত্তে আনতে শুরু করলেন ততদিনে তালিকার একেবারে শেষ প্রান্তে পৌঁছে বিদায় নিয়েছে KKR। ফলত, পূর্বের যন্ত্রণায় মলম লাগাতে উঠে পড়ে লেগেছে KKR। এদিকে, প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পদ ছাড়তেই একেবারে হন্যে হয়ে নতুন কোচের খোঁজ শুরু করে দিয়ে দলটি। যদিও কেউ কেউ বলেন, অনেক আগে থেকেই অভিষেক নায়ারকে পরবর্তী কোচ করার পরিকল্পনা ছিল কিং খান ম্যানেজমেন্টের। অবশেষে সেটাই হল।
বিশ্লেষক মহলের দাবি, ছন্দে ফিরতে অভিষেককে দায়িত্ব দিয়ে খুব একটা ভুল করেনি KKR। খেলোয়াড়দের মনোভাব বুঝে তাদের সাথে মানিয়ে চলতে পারেন নায়ার। তাছাড়াও KKR এর DNA বোঝেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটারদের মতে, গৌতম গম্ভীরের সহকারী হিসেবে KKR এবং জাতীয় স্তরে কাজ করায় যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে নায়ারের। কাজেই প্রধান কোচ হিসেবে পূর্ণাঙ্গ দলকে পথ দেখানোর কাজটা প্রথম দিকে কিছুটা কঠিন হলেও ধীরে ধীরে তাতে অভ্যস্ত হয়ে যাবেন অভিষেক।
The New Order of Business: Head Coach Abhishek Nayar ✅
[Abhishek Nayar, Ami KKR, TATA IPL, Head Coach]
Posted by Kolkata Knight Riders on Thursday, October 30, 2025
অবশ্যই পড়ুন: তিনজন মিলে গণধর্ষণ! দুর্গাপুর কাণ্ডে ২০ দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের
উল্লেখ্য, গত সিজনের কথা মাথায় রেখে, IPL 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে অধিনায়কও বদলে ফেলবে KKR, এমনটাই দাবি করা হচ্ছে একাধিক সূত্রে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, রাহানের অভিজ্ঞতা রয়েছে ঠিকই, তবে নাইটদের মনোভাব বোঝা এবং দলের গঠন বুঝে খেলাটা তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। কাজেই নতুন মরসুমে ব্যর্থতা এড়াতে বড় কোনও খেলোয়াড়কেই অধিনায়কের দায়িত্ব দিতে পারে KKR।