বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা হবে আরও মসৃণ, দামোদর নদীর ওপর ২টি ব্রিজ তৈরী করবে রাজ্য

সহেলি মিত্র, কলকাতা: সাধারণ রাজ্যবাসীর জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে যারা পূর্ব বর্ধমানে বাস করেন তাঁদের জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত সেতু তৈরী হতে চলেছে দামোদর নদীর (Damodar River) ওপর। তাও একটি নয়, দুটি ব্রিজ পেতে চলেছেন পূর্ব বর্ধমানবাসী। ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এখানে জানিয়ে রাখি, এই দুটি ব্রিজের মধ্যে একটি তৈরী করবে পশ্চিমবঙ্গ সরকার আর অন্যটি তৈরী করবে কেন্দ্রীয় সরকার।

দামোদর নদীর ওপর তৈরী হবে ব্রিজ

দামোদর নদীর ওপর ব্রিজ তৈরী হোক, এই দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন সাধারণ মানুষ। সরকারের কাছে এই নিয়ে বহু আবেদন গিয়েছে। তবে অবশেষে সকলের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। এখন নিশ্চয়ই ভাবছেন ঠিক কোন জায়গায় ব্রিজ দুটি তৈরী হবে? প্রশাসন সূত্রে খবর, প্রথম সেতুটি তৈরি হবে শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায়। এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বরাদ্দ অর্থও হাতে রয়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দ্বিতীয় সেতু হবে জুজুটি এলাকায়। খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কের অংশ হিসেবে সেতুটি তৈরি হবে।

আরও পড়ুনঃ ৫০০০ বিনিয়োগ করে ৮,৫৪,২৭২ টাকা রিটার্ন! সেরা স্কিম পোস্ট অফিসের

তবে এই ব্রিজ তৈরী করার প্রক্রিয়া মোটেও সহজ ছিল না। এর কারণ প্রথমদিকে জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তবে এখন সব সমস্যা মিটে গিয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, আটটি ব্লকের উপর দিয়ে যাবে নতুন জাতীয় সড়ক। ইতিমধ্যেই রাস্তা যেসব মৌজার উপর দিয়ে যাবে, সেগুলি চিহ্নিত করা হয়েছে।

প্রস্তুতি শুরু সরকারের

প্রশাসনের তরফে জানানো হয়েছে, জমিদাতাদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসে আপত্তি দূর করার চেষ্টা চলছে। সঠিক মূল্য দিয়েই জমি অধিগ্রহণ করা হবে।জেলাশাসক আয়েশা রানি এ জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সমাধান কাছেই। প্রশাসনের মতে, তিনটি সেতু তৈরি হলে শুধু পূর্ব বর্ধমান নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষের যাতায়াত আরও সহজ হয়ে যাবে।

Leave a Comment