বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলা বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে (India Vs Australia) শক্তিশালী অস্ট্রেলিয়াকে বধ করে ফাইনালে পা রেখেছে ভারত। বৃহস্পতিবার, দলের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেন জেমিমাহ রদ্রিগেজ। আর সেই সূত্রেই অজিদের রানের পাহাড় টপকে মূলমঞ্চে আসন খুঁজে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে শুধুমাত্র ফাইনালে পৌঁছেই থেমে থাকেনি ভারত। গতকাল বড় রানের লক্ষ্য পূরণ করার পাশাপাশি অস্ট্রেলিয়ার এক পুরনো রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছে হরমনপ্রীত কৌরের দল।
ব্যাট হাতে জেমিমাহর প্রশংসনীয় লড়াই
গতকাল, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ফলে বল হাতে জাদু দেখাতে শুরু করে ভারতীয়রা। যদিও এদিন ভারতের বোলিং বিভাগ 10 উইকেট তুললেও অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য বাঁধা থেকে আটকে রাখা যায়নি। গতকাল অজিদের 339 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল না হলেও অধিনায়ক হরমনের সাথে জুঁটি বেঁধে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন কাজ আগেই সেরে রেখেছিলেন রদ্রিগেজ। সেখান থেকেই দুর্দান্ত ব্যাটিংকে সঙ্গী করেই নির্ধারিত ওভারের আগেই 5 উইকেট হাতে রেখে 341 রান তুলে নেন জেমিমাহ। ভারতীয় মহিলা ক্রিকেটারের এই লড়াই এখন বিশ্বক্রিকেটে প্রশংসা পাচ্ছে।
অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙল ভারত
সেমি ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার দেওয়া 339 রানের লক্ষ্য একেবারে ছেলে খেলা করে পূরণ করেছে ভারত। আর তাতেই তৈরি হয়েছে নতুন ইতিহাস। আসলে, মহিলা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে ভারতের বিপক্ষে 331 রানের বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে গতকাল 5 উইকেট হাতে নিয়েই 341 রান তুলে দেয় টিম ইন্ডিয়া। আর সেই সূত্রেই গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়া 331 রানের বিশ্বরেকর্ড। বলা বাহুল্য, মহিলা ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় লক্ষ তাড়া করে জয়ের রেকর্ড গুলির মধ্যে প্রথম দুইয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার রেকর্ড থাকলেও তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কার 301 রানের রেকর্ডটি। আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই লক্ষ্য তাড়া করে জিতেছিল লঙ্কানরা।
অবশ্যই পড়ুন: গাড়ির ধাক্কায় মৃত্যু! বিষ্ণুপুর-জয়রামবাটি রাস্তায় উদ্ধার চিতা বাঘের দেহ
উল্লেখ্য, বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 300 র বেশি লক্ষ্য তাড়া করে জেতাটা ছিল বিশ্বকাপের ইতিহাসে ভারতের কাছে প্রথম। আসলে মহিলা এবং পুরুষ উভয় বিশ্বকাপ মিলিয়ে সাম্প্রতিক বছরগুলিতে এই লক্ষ্য তাড়া করতে পারেনি ভারত। এর আগে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের পুরুষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 298 রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল। যা ছিল এতদিন নক আউটে সর্বোচ্চ রান চেজ।
 
					