অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে ৪১,৯২১ কোটি টাকা জালিয়াতির অভিযোগ!

Reliance Group

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের (Reliance Group) বিরুদ্ধে 41,921 কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ। হ্যাঁ, এমনই এক রিপোর্ট সামনে এনেছে তদন্তকারী পোর্টাল কোবরাপোস্ট। তার দাবি করছে, 2006 সাল থেকেই রিলায়েন্স গ্রুপ বিভিন্ন কোম্পানির কাছ থেকে তহবিল পাচার করছে। তবে রিলায়েন্স গ্রুপ তাদের সেই দাবি খারিজ করে দিয়েছে। এমনকি তা মিথ্যা প্রচার বলেই উড়িয়ে দিয়েছে।

একাধিক জালিয়াতির অভিযোগ রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে

কোবরাপোস্ট তাদের রিপোর্টে দাবি করছে যে, রিলায়েন্স কমিউনিকেশন থেকে শুরু করে রিলায়েন্স ক্যাপিটাল এবং রিলায়েন্স হোম ফিন্যান্সের মতো একাধিক তালিকাভুক্ত গ্রুপ বিভিন্ন কোম্পানি থেকে ব্যাঙ্ক ঋণ, আইপিও এবং বন্ডের মাধ্যমে প্রায় 28,874 কোটি টাকা পাচার করেছে। সবথেকে বড় ব্যাপার, সেগুলি প্রোমোটারদের সাথে যুক্ত কোম্পানিগুলির মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। তারা এও অভিযোগ করছে যে, সিঙ্গাপুর, মরিশাস, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বেশ কিছু কোম্পানিগুলির মাধ্যমে 1.535 বিলিয়ন ডলার প্রতারণা করে ভারতে আনা হয়েছে যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে 13,047 কোটি টাকা। ফলত মোট জালিয়াতির অংক প্রায় 41,921 কোটি টাকায় গিয়ে ঠেকছে।

রিলায়েন্সের পাল্টা বক্তব্য

তবে দন্তকারী সংস্থার এই দাবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপ। তাদের তরফ থেকে এই রিপোর্ট সম্পূর্ণ পুরনো, এজেন্ডা চালিত কর্পোরেট আক্রমণ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তারা বলছে যে, এগুলি কোনও ভুয়ো প্ল্যাটফর্মের কাজ যা কোম্পানিগুলির মাধ্যমে গ্রুপের সম্পদ অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছে। কোম্পানিটি রিলায়েন্স গ্রুপের সুনাম নষ্ট করার জন্যই এসব ভুয়ো প্রচারণা করে বেড়াচ্ছে।

আরও পড়ুনঃ আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারেরে রেজাল্ট! এক ক্লিকেই চেক করুন এখানে

এমনকি রিলায়েন্স গ্রুপের তরফ থেকে এও বলা হয়েছে যে, সাংবাদিকতায় কোবরাপোস্টের কোনওরকম বিশ্বাসযোগ্যতা নেই। তারা সম্পূর্ণ ভুয়ো, এজেন্ডা চালিত কাজবাজ করে বেরায়। আর এই প্রচারণার মূল উদ্দেশ্য হল রিলায়েন্স গ্রুপের ব্যবসাকে নীচে নামিয়ে আনা এবং গ্রুপের সম্পদ অধিগ্রহণের চেষ্টা চালানো। যদি গ্রুপের শেয়ারের দাম কমে, তাহলে শেয়ারবাজারে আতঙ্ক সৃষ্টি হবে। তারা সেটাই চাইছে। তাদের এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন।

Leave a Comment