পোস্তায় সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী, কে এই রুপা দত্ত?

actress rupa dutta

সহেলি মিত্র, কলকাতা: ফের একবার চুরির দায়ে শ্রীঘরে যেতে হল জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রুপা দত্তকে (Rupa Dutta)। এক মহিলার ব্যাগ থেকে একাধিক সোনার জিনিস চুরি করার অভিযোগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিনেত্রী রুপা দত্তকে গ্রেফতার করেছে। তাঁকে পুলিশ বড়বাজার থেকে গ্রেফতার করেছে বলে খবর।

চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রুপা দত্ত

পুলিশ সূত্রে খবর, গত ১৫ অক্টোবর পোস্তা থানার অধীনে আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন , দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়। এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং` সিসিটিভি ফুটেজ ও নানা সূত্রের তথ্যের ভিত্তিতে অভিনেত্রী রূপা দত্তকে বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছে গ্রেফতার করা হয়।

জানলে অবাক হবেন, এক টানা জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ। স্বাভাবিকভাবেই এহেন ঘটনায় একদিকে মানুষ যখন অবাক, ঠিক তার পাশাপাশি গোটা টলিউড ইন্ডাস্ট্রি অবধি অবাক। এ যেন রিল আর রিয়েল মিলেমিশে গিয়েছে।

কে এই রুপা দত্ত?

এখন নিশ্চয়ই ভাবছেন কে এই রুপা দত্ত? তাহলে এর জন্য আপনাকে ২০১০ সালে ফিরে যেতে হবে। ২০১০ সালে অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবির মাধ্যমে অভিষেক হয় বাঙালি অভিনেত্রী রূপা দত্তের। অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে সেই সময়ে ভালো সাড়া ফেলেছিলেন। এছাড়াও হিন্দি ধারাবাহিক ‘জয় মা বৈষ্ণব দেবী’-তে অভিনয় করে বেশ ভালো পরিচিতি লাভ করেছিলেন অভিনেত্রী। এই সেই একই অভিনেত্রী যাকে ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার করা হয়। সেইসময়ে রুপার কাছ থেকে ৭৫,০০০ টাকা উদ্ধার করে বিধাননগর থানার পুলিশ।

এখানেই শেষ নয়, ২০২০ সালে, রূপা দত্ত অভিযোগ করেছিলেন যে পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ তাকে ফেসবুকে অশালীন মেসেজ পাঠিয়েছিলেন। কিন্তু শীঘ্রই জানা যায় যে আসল কালপ্রিট ছিলেন অভিনেত্রী নিজেই। তিনি আসলে অনুরাগের নামের একই নামের অন্য একজনের সঙ্গে চ্যাট করছিলেন। সেই সময় রূপা তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তার চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছিলেন। পরে অভিনেত্রীর সব কুকীর্তি ফাঁস হয়।

Leave a Comment