সৌভিক মুখার্জী, কলকাতা: বড়সড় দুর্ঘটনা দিঘাতে (Digha Bus Accident)। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ৫০ জন যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস দিঘা ঢোকার মুখেই রাস্তায় কাজের জন্য খুঁড়ে রাখা খাদে পড়ে উল্টে যায়। আর এতেই গুরুতর আহত হন ১২ জন যাত্রী। জানা গিয়েছে, কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিল বাসটি। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ওই বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। তবে হঠাৎ করেই দিঘাতে প্রবেশের মুখে এক পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাঁদের মধ্যে পড়ে একেবারে পাল্টি খায় বাসটি। দুর্ঘটনার শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এরপর স্থানীয়রা দিঘা কোস্টাল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ক্লাবের সদস্যদের সহযোগিতায় আহত যাত্রীদেরকে উদ্ধার করেছে।
প্রশাসনের গাফিলতিতে এই দুর্ঘটনা?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ওখানে প্রশাসনের যথেষ্ট গাফিলতি ছিল। কারণ, রাস্তায় কাজ চললেও কোনওরকম ব্যারিকেড দেওয়া ছিল না। একেই মূলত দুর্ঘটনার কারণ হিসেবে দাবি করছে স্থানীয়রা। এমনকি জানা যাচ্ছে, ওই জায়গায় আগেও একাধিক গাড়ি দুর্ঘটনা হয়েছে। তবে প্রশাসন কোনওরকম ব্যবস্থা নেয়নি। সেজন্যই এবার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
একের পর এক দুর্ঘটনা দিঘায়
উল্লেখ্য, মাত্র ক’দিন আগেই নন্দনকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের বৃন্দাবনপুরের কাছে বাস এবং মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। ওই বাসটিতেও কম করে ৫০ জন যাত্রী ছিল। সকলেই কম বেশি আহত হয়েছিল। তবে ৩০ জনের আঘাত সবথেকে গুরুতর ছিল। পাশাপাশি দিঘা যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের। ওই ঘটনাটি ঘটেছিল পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার কালিনগরের কাছে।
আরও পড়ুনঃ অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে ৪১,৯২১ কোটি টাকা জালিয়াতির অভিযোগ!
এদিকে ঘন কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। এর জেরেও ঘটছে একের পর এক দূর্ঘটনা। ঘাটাল থেকে দিঘা যাওয়ার পথে কোলাঘাটের দেউলিয়াতে এই ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি প্রাইভেট গাড়ি। সেখানে তিনজন গুরুতর আহত হয়। তবে আজকের এই ঘটনায় প্রশাসনের গাফিলতিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল স্থানীয়রা।
 
					