বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামানাটা ছিল মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের। সালটা 2017। সেবার মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েও পরাজয় স্বীকার করে ভারত। সেই ঘটনার পর দীর্ঘ 8 টা বছর কাটিয়ে জেমিমাহ রদ্রিগেজের ব্যাটে ভর করে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করেছে ভারতীয় দল। সেখানে তাঁদের মুখ দেখবে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালে (India Vs South Africa)জায়গা পাওয়া দক্ষিণ আফ্রিকা। তবে এই দুই দলের মধ্যে যেই দলই চ্যাম্পিয়ন হোক না কেন, এবারের বিশ্বকাপ উঠবে ইতিহাসের পাতায়।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে তৈরি হবে নতুন ইতিহাস
সেমিফাইনালের মঞ্চে শক্তিশালী ইংল্যান্ডকে 125 রানে গুঁড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। আর তারপরই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা পেয়েছে প্রোটিয়াদের মহিলা দল। অন্যদিকে, সেমিফাইনাল থেকে ফাইনালের মঞ্চে উঠলেও আজ পর্যন্ত মহিলা বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি ভারতের। কাজেই এবারের ফাইনাল টা যেহেতু এই দুই দলের দখলে। কাজেই , ভারত বা দক্ষিণ আফ্রিকার যেই জিতুক না কেন, নারী বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেটবিশ্ব।
ফাইনালে কোন দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি? প্রশ্নটা যদি হয় এমন সে ক্ষেত্রে বলতেই হয়, ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের নারীরাই এবছর দুর্দান্ত ছন্দে রয়েছেন। একের পর এক ম্যাচ জিতে ফাইনালের আসন পাকা করে ফেলেছেন প্রোটিয়ারা। অন্যদিকে ভারতও তালিকার চতুর্থ স্থান থেকে সেমিফাইনাল পাকা করার পর শক্তিশালী অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে। কাজেই, চলতি মহিলা বিশ্বকাপের ফাইনাল যে জমজমাট হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে ট্রফি কার দখলে যাবে তার উত্তর দেবে সময়।
অবশ্যই পড়ুন: শিলিগুড়িতে গরুকে ধর্ষণ! অভিযুক্তকে রামধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা
উল্লেখ্য, বৃহস্পতিবার, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তাতে ভারতের সামনে 339 রানের লক্ষ্য রাখে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে কিছুটা ধুঁকতে হলেও পরে জেমিমাহ ও অধিনায়ক হরমনপ্রীতের জুটি লক্ষ্য পূরণের আশা দেখিয়েছিল। অস্ট্রেলিয়ার মতো ক্ষমতাশালী দলের সামনে টিকে থেকে কীভাবে সেই আশা পূরণ করতে হয় 127 রানের অপরাজিত ইনিংস খেলে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন রদ্রিগেজ।
 
					