ইথানল মিশিয়ে বিক্রি হচ্ছিল ভেজাল পেট্রোল! উদ্ধার ১৮,৫০০ লিটার তেল

Fake Petrol in Rajasthan

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজস্থানে নকল পেট্রোল (Fake Petrol in Rajasthan) তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। সূত্রের খবর, খাইরাথল তিজারা জেলার জেলা সরবরাহ বিভাগ এবং কোটাকাসিম পুলিশের যৌথ দল গুজরিবাসের গ্রামীণ এলাকায় অভিযান চালিয়েছিল। আর সেখানেই ভেজাল পেট্রোল তৈরীর অবৈধ ব্যবসা সামনে আসে। জানা যায়, সেখানে ইথানল নামক রাসায়নিক মিশিয়ে নকল পেট্রোল তৈরি করা হচ্ছে, আর সেই পেট্রোল গ্রামীণ এলাকাতে সরবরাহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ১৮,৫০০ লিটার রাসায়নিক বাজেয়াপ্ত করেছে। আর সঙ্গে তিনটি পিকআপ ট্র্যাক ও ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছে।

বড়সড় অভিযান পুলিশের

জানা যাচ্ছে, জেলা লজিস্টিক অফিসার রাকেশ সোনি এবং কোটাকাসিম থানার অফিসার নন্দলাল জাঙ্গিদের নেতৃত্বেই একটি দল ওই গ্রামের কাছে অভিযান চালিয়েছিল। আর সেখান থেকেই তারা রাসায়নিক পদার্থে ভরা ১১টি ২০০ লিটারের ড্রাম উদ্ধার করেছে। তদন্তে জানা গিয়েছে, ওই অভিযানটি ছিল গুজরিবাসের গ্রামীণ এলাকায়।

তবে এই জালিয়াতির ব্যবসা শুধু ওখানেই সীমাবদ্ধ নয়। দলটি আরও এক গ্রামে দ্বিতীয় অভিযান চালায়। আর সেখানেও মেলে প্রচুর পরিমাণে রাসায়নিক এবং নকল পেট্রোল ভর্তি ড্রাম। পুলিশ অফিসার নন্দলাল জাঙ্গিদ বলেন, দীর্ঘদিন ধরেই গুজরিবাসে নকল পেট্রোল তৈরি আর বিক্রির ব্যবসার রমরমিয়ে চলছে। আর সেজন্যই একটি দল গঠন করে অভিযান চালানো হয়েছে। প্রতিটি ট্র্যাকে ১৫টি করে ড্রাম ছিল। গুজরিবাসে মোট ৫৫টি ড্রাম পাওয়া গিয়েছে। মোট মিলিয়ে ১৮,৫০০ লিটার রাসায়নিক উদ্ধার হয়েছে। এমনকি উদ্ধার হওয়া রাসায়নিকের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মহিলাদের স্বনির্ভর করতে ভোটের আগেই বড় পদক্ষেপের পথে নবান্ন

অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ

বলাবাহুল্য, পুলিশ এই অভিযানে তিনজন অভিযুক্তকে ইতিমধ্যেই শনাক্ত করেছে। আর তারা হল রামকরণ গুর্জারের ছেলে নরসিংহ গুর্জার, রামস্বরূপের ছেলে কৃষ্ণ গুর্জর এবং মুখরামের ছেলে জয়বীর। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে আর তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে এও জানা গিয়েছে যে, এই চক্রটি হরিয়ানা থেকে শুরু করে রাজস্থান, উত্তরপ্রদেশ দিল্লি সহ বেশ কিছু এলাকায় পেট্রোল সরবরাহ করত আর সাধারণ মানুষকে বোকা বানাত।

Leave a Comment