বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবল আপাতত হসপিটালাইজড! গাড্ডায় পড়েছে ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎও। এমতাবস্থায়, ডুরান্ড কাপের দিন ঘোষণা সত্ত্বেও সেই আসরে নামতে চাইছে না ISL-র একাধিক দল। ইতিমধ্যেই মুম্বই সিটি এফসির মতো দলও ডুরান্ড কাপে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে।
এহেন আবহে এবার চিন্তা বাড়ালো মোহনবাগান (Mohun Bagan)। শোনা যাচ্ছে, ফেডারেশনের সাথে FSDL কর্তৃপক্ষের টানাপোড়েনের মাঝে এবার ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে কলকাতার এই ঐতিহ্যবাহী দল। আপাতত যা খবর, প্রাথমিকভাবে ডুরান্ড কাপ খেলার ইচ্ছে থাকলেও বর্তমানে ISL নিয়ে সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত দোলাচলে সবুজ মেরুন।
কেন ডুরান্ড কাপ খেলতে চাইছে না মোহনবাগান?
সবুজ মেরুন সূত্রে খবর, একদিকে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ফেডারেশন ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে চলছে দড়ি টানাটানি। AIFF নতুন চুক্তিতে রাজি না হলে ইন্ডিয়ান সুপার লিগে যে বল গড়াবে না সে কথা ক্লাবগুলিকে আগেই জানিয়ে দিয়েছে FSDL। এমতাবস্থায়, সকলের চোখ এখন 14 জুলাইয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই। সেই নিয়মের অন্যথা নেই মোহনবাগানেও।
খোঁজ নিয়ে জানা গেল, FSDL ও ফেডারেশনের সমস্যার মাঝে এবার ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার কথা ভাবছে মোহনবাগান। কেননা, কলকাতা লিগের দল নিয়ে সাধারণত ডুরান্ড কাপে নামার কথা বাগানের। তবে সেক্ষেত্রে ডার্বি বা নকআউট ম্যাচে অবশ্যই সিনিয়র দলকে নামাতে হবে, আর তাতেই সমস্যা বেড়েছে লাল হলুদ প্রতিবেশীর। সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ধোঁয়াশা না কাটলে সিনিয়র দলের প্রস্তুতি শুরু করতে পারছে না মোহনবাগান।
শুধু কি তাই? আসলে ডুরান্ড কাপে নামার আগে মোহনবাগানকে কুরে কুরে খাচ্ছে একাধিক সমস্যা। বাগান সূত্রে খবর, ডুরান্ড কাপে নামার জন্য আপাতত সমস্ত মাঠ হাতে নিয়ে নিয়েছে সেনাবাহিনী। ফলত, অনুশীলনের ক্ষেত্রে যথেষ্ট ভোগান্তি প্রভাতে হচ্ছে সবুজ মেরুনকে। তবে সমস্যাটা তৈরি হতো না যদি, যদি মোহনবাগানের মাঠ খোলা থাকতো। আসলে সবুজ মেরুনের মাঠে চলছে সংস্কারের কাজ। ফলত, ডুরান্ড কাপের আগে প্রায় সব দিক থেকে একেবারে চিন্তায় উজাড় গোটা দল। মূলত সেই কারণেই, ডুরান্ড কাপে নামার আগেই পিছিয়ে আসছে মোহনবাগান।
অবশ্যই পড়ুন: প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড! হারের পরই নাক কাটল কোহলিহীন ভারতের
উল্লেখ্য, ডুরান্ড নিয়ে বাগানের দোলাচলের মাঝে কলকাতা ময়দানের আরেক প্রধানকে নিয়ে শোনা যাচ্ছে খুশির খবর। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সূত্রে খবর, ডুরান্ড কাপ নিয়ে বাগানের পিছিয়ে আসার আবহে সেনাবাহিনীর টুর্নামেন্ট খেলার পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে লাল হলুদ।