সহেলি মিত্র, কলকাতাঃ এও সম্ভব! শেষমেশ কিনা রেললাইনে বস্তা ফেলে এক্সপ্রেস ট্রেনকে চালাল রেল! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। এমনিতে বেশ কিছু সময় ধরে একের পর এক ট্রেন দুর্ঘটনা, ট্রেনকে বেলাইন করে দেওয়ার জন্য রেল লাইনে অনেক জিনিস ফেলে রাখার অভিযোগ উঠে এসেছে। তবে শেষমেষ রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ায় সেখানে পাটের বস্তা ফেলে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার করানো হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন এরকম সাড়া ফেলে দেওয়ার মতো ঘটনা কোথায় ঘটেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
রেললাইনে বস্তার ওপর দিয়ে পার হল ট্রেন!
ভারতে নয়, এমন ঘটনা ঘটেছে বাংলাদেশের (Bangladesh) পাবনা জেলায়। বাংলাদেশের বিখ্যাত ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনটিকে রেললাইনে চট ফেলে পার করানো হয়েছে বলে খবর। বাংলাদেশ রেল সূত্রে খবর, পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ায় সেখানে পাটের বস্তা ফেলে ট্রেন পার করানো হয়েছে। মঙ্গলবার ২৪ জুন সকাল ১০টা নাগাদ ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় ঘণ্টাখানেক দেরিতে ক্ষতিগ্রস্ত রেললাইনে দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এরপর কোনও উপায় না দেখে লোকো পাইলট ঝুঁকি নিয়ে ধীর গতিতে ট্রেন পার করান।
আরও পড়ুনঃ হাওড়া থেকে আরেকটি রুটে বন্দে ভারত ছোটাবে রেল, প্রকাশ্যে গন্তব্য থেকে টাইমটেবিল
স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পশ্চিমে প্রায় ৫০০ ফুট রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। রেললাইনের সংস্কার কাজ চলা এ অংশের পশ্চিমে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত রেল লাইনের এ অংশ রেলের কর্মচারীদের নজরে আসলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
কাজ শুরু রেলের
সেদিন সকালে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে বড়াল ব্রিজ স্টেশন পার হলে লাল পতাকা দিয়ে রেল শ্রমিকরা ট্রেনটি আটকে দেন। এর পর রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর পাটের বস্তা দিয়ে ট্রেনটিকে পার করানো হয়। যদিও এই ঘটনাকে ভালো চোখে দেখেননি কেউ। বড়সড় কিছু ঘটতে পারত বলেও মনে করা হচ্ছে। যাইহোক, এরপর খবর পেয়ে রেলের ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে মেরামতের জন্য কাজ শুরু করেন রেল কর্মচারীরা। এই প্রসঙ্গে ভাঙ্গুড়া স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেনটিকে পার করা হয়েছে।