ঘুষি মেরে ফেলল রাস্তায়! বাড়ির সামনে আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেফতার যুবক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের বাড়ির সামনেই আক্রান্ত হলেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Attack On Jyotipriya Mallick)। জানা যাচ্ছে, নিজের কলকাতার বাড়ির অফিসে নেতাকর্মীদের সাথে বৈঠক করতে যাচ্ছিলেন জ্যোতিপ্রিয়। এমন সময় হঠাৎই তাঁর উপর চড়াও হন এক যুবক। তৃণমূল নেতাকে ঘুষি মারারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও পরবর্তীতে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় কোনও মতে প্রাণে রক্ষে পেয়েছেন তৃণমূল নেতা। সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম অভিষেক দাস। হাবড়ারই কোনও এক অঞ্চলের বাসিন্দা তিনি। তবে ঠিক কোন কারণে তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর উপর হামলা চালালেন, তা স্পষ্ট নয়।

অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন!

একাধিক সূত্রের খবর, মাঝে মাঝে কাজের ফাঁকে সন্ধ্যায় নিজের সল্টলেকের বাড়ির সামনে নিজস্ব অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠকে বসেন জ্যোতিপ্রিয়। রবিবারও সেই নিয়মের অন্যথা হয়নি। দলীয় অনুগামীদের সাথে বিশেষ এক বৈঠক করতে অফিসে ঢুকছিলেন বালু দা হিসেবে পরিচিত তৃণমূল নেতা। এমন সময় হঠাৎ করেই তাঁর দিকে তেড়ে যান ওই যুবক। ঘুষিও চালান অভিযুক্ত। আগন্তুকের ঘুষিতে নাকি মাটিতে পড়েও যান জ্যোতিপ্রিয়। পরে, তৃণমূল নেতার পাশে থাকা নিরাপত্তা রক্ষীরা অভিষেককে ধরে ফেলেন। আপাতত যা খবর, ইতিমধ্যেই ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতার উপর হামলা চালাতে যাওয়া হাবড়ার ওই যুবক মানসিক ভারসাম্যহীন। শোনা যায়, সম্প্রতি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবক।  তবে কীভাবে ওই যুবক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তৃণমূল নেতার বাড়ি খুঁজে পৌঁছলেন? উঠছে প্রশ্ন। সেই সাথে, প্রশ্ন উঠছে তৃণমূলের হাইপ্রোফাইল নেতার নিরাপত্তা নিয়েও।

অবশ্যই পড়ুন: মাধ্যমিক পাসে ভারতীয় রেলে চাকরি! ১১০৪ শূন্যপদে নিয়োগ

প্রসঙ্গত, হাবড়া বিধানসভা কেন্দ্রের বলিষ্ঠ বিধায়ক জ্যোতিপ্রিয়। মাঝে রেশন দুর্নীতি কাণ্ডে জেল ভ্রমণ হয়েছিল তাঁর। তবে আপাতত সেই দাগির তকমা সরিয়ে দলের হয়ে ময়দানে নেমে পড়েছেন বালু। তৃণমূল নেতার উপর হামলা কি তাহলে পুরনো কোনও আক্রোশ থেকে? নাকি এর পেছনে কাজ করছে কোনও ষড়যন্ত্র? খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment