বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ভারতের নারীদের চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি মনে গুছিয়ে রাখবেন দেশবাসী। সেই সাথে স্মরণে রাখতে হবে আরও একটি নাম, দীপ্তি শর্মা (Deepti Sharma Made History)। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি যে তান্ডব চালিয়েছেন তা মনে রাখার মতোই। এদিন, 39 রান দিয়ে এই ভারতীয় তরুণী তুলেছিলেন 5 উইকেট। তবে ফাইনাল রাঙিয়ে দেওয়ার পাশাপাশি দীপ্তি এমন এক কাণ্ড ঘটিয়েছেন, নারী বা পুরুষ এর আগে বিশ্বকাপের ইতিহাসে এমনটা করতে পারেননি কোনও ক্রিকেটারই।
বিশ্বকাপে ইতিহাস লিখলেন উত্তরপ্রদেশের দীপ্তি
রবিবার, ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার দুর্গে অর্ধ ফাটল ধরিয়েছিলেন উত্তর প্রদেশের হয়ে খেলা দীপ্তি শর্মা। না বললেই নয়, এদিন যেমন ব্যাট হাতে 58 বলে 58 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন দীপ্তি, তেমনই বল হাতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে উঠেছিলেন তিনি। তবে শুধু এক ম্যাচেই নয়, হিসেব বলছে এবারের মহিলা বিশ্বকাপে 17 উইকেট তুলেছেন দীপ্তি, যা সর্বোচ্চ।
বলা বাহুল্য, ভারতীয় মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মার আগে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে কোনও প্লেয়ারই 50 বা তার বেশি রান এবং একই সাথে 5 বা তারও বেশি উইকেট তুলতে পারেননি। ফলে ভারতীয় তরুনীর এই রেকর্ড মনে রাখার মতোই। বলে রাখি, গতকালের মহিলা বিশ্বকাপ ফাইনালে উইকেট তুলে দীপ্তি শর্মা হয়ে গিয়েছেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি এক আসরে 200 রান এবং 22টি উইকেট দুইই সংগ্রহ করেছেন।
অবশ্যই পড়ুন: এক থ্রোতেই স্বপ্ন ভাঙে দক্ষিণ আফ্রিকার, ভারতের বিশ্বজয়ের নেপথ্য নায়িকা আমনজ্যোৎ কৌর
প্রসঙ্গত, গতকাল 299 রানের লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকাকে কোনঠাসা করতে দীপ্তি শর্মার পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন ভারতীয় মহিলা দলের সব বোলাররাই। তবে দীপ্তির পর সাফল্য ধরা দিয়েছে শুধু শেফালী বর্মা এবং শ্রী চরণির হাতে। এই দুই ক্রিকেটার যথাক্রমে 2টি এবং একটি উইকেট পেয়েছেন। অন্যদিকে ব্যাট হাতে লড়াই করে 87 রান হাসিল করেছিলেন শেফালী বর্মা। যা ছিল গতকাল ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তাছাড়াও, স্মৃতি মান্ধনা 45, জেমিমাহ 24, হরমন 20, দীপ্তি শর্মা 58 এবং রিচা ঘোষ 34 রানের মাঝারি ইনিংস খেলেছিলেন।