২৫৯১ জন দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ SSC-র, লিস্টে একাধিক তৃণমূল ঘনিষ্ঠর নাম

SSC Tainted List

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে শুরু হয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের প্রক্রিয়া। আর ঠিক আজকেই দাগি শিক্ষাকর্মীদের (SSC Tainted List) তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এমনকি সেই তালিকায় নাম রয়েছে আড়াই হাজার প্রার্থীর। সবথেকে বড় ব্যাপার, অযোগ্যদের তালিকায় এবারও তৃণমূল ঘনিষ্ঠদের নাম উঠে আসছে। কী বলছে রিপোর্ট?

উল্লেখ্য, আগের মাসে অযোগ্য শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করেছিল এসএসসি। আর এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হল। সেই তালিকায় মোট ২৫৯১ জনের নাম রয়েছে। তারা মূলত গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি করত। গ্রুপ সি’র মধ্যে ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছে ৭৮৩ জন, সুপারিশপত্র ছাড়াই ৫৭ জন চাকরি পেয়েছে। গ্রুপ ডি-তে দাগির সংখ্যা ১৭৪১ জন। সেখানে সবই বলতে গেলে ওএমআর জালিয়াতি।

তাহলে কী বাকিরা যোগ্য?

এদিকে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে অযোগ্যরা বাদে বাদবাকি সবাই কি তাহলে যোগ্য? তবে সুপ্রিম কোর্ট সে কথা বলছে না। কারণ, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের কারণ হিসাবে শীর্ষ আদালত জানিয়েছিল, যেহেতু কারা যোগ্য ও কারা অযোগ্য, সেভাবে সম্পূর্ণ কোনও তথ্য পাওয়া যাচ্ছে না, তাই নতুন নিয়োগের প্রক্রিয়া প্রয়োজন। এমনকি বিচারপতিরা বলেছিলেন যে, বেশিরভাগ ওএমআর পুড়িয়ে দেওয়া হয়েছে। আর যেগুলোকে উদ্ধার করে গিয়েছিল, তা দিয়ে বেশ কিছু সংখ্যক অযোগ্যকে চিহ্নিত করা গিয়েছে। এটা কোনও চূড়ান্ত পরিসংখ্যান নয়। সেজন্যই আবার নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছিল। গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। তবে সেইসব নিয়ম মেনে আপাতত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সেরেছে এসএসসি। গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর দুই দফায় পরীক্ষা হয়েছে। আর আজ থেকে শুরু হল শিক্ষাকর্মী নিয়োগের প্রকিয়া, যা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুনঃ গর্বে বুক ফুলে যাচ্ছে বাবার, রিচা বাড়িতে এলে কী হবে? জানালেন মানবেন্দ্র ঘোষ

অযোগ্যদের তালিকায় তৃণমূলের নাম?

আগেরবার অযোগ্য শিক্ষকদের তালিকায় একাধিক তৃণমূল ঘনিষ্ঠদের নাম মিলেছিল। এমনকি সেখানে তৃণমূল নেতারাও ছিল। তবে এবার অশিক্ষক বা শিক্ষাকর্মীদের তালিকায়ও কী তাহলে তৃণমূলের নাম উঠে আসলো? জি ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকায় এবার শাসকদলের বিধায়কের খুড়তুতো ভাই, তৃণমূল নেতার ভাইঝির নাম রয়েছে। পাশাপাশি সবুজ শিবিরের নেতার নিজের দাদার নাম ও শ্রমিক সংগঠনের নেতার ঘনিষ্ঠ নামও রয়েছে। তাই শাসকদল বনাম বিরোধীদলের মধ্যে যে এ নিয়ে আবারও কোন্দল শুরু হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment